গোপনীয়তার নীতি
টিটিএন এর প্রধান দায়িত্ব হলো এর ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন ব্যবহার করার সময় আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা। এই গোপনীয় নীতি ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনটির পাঠক বা ব্যবহারকারীদের কাছ থেকে সংগ্রহ করা কোনো ব্যক্তিগত তথ্য ব্যবহারের সঙ্গে সম্পর্কিত অথবা
* টিটিএন যেকোনো ওয়েবসাইটের জন্য এই গোপনীয়তা ও কুকিজ নীতি প্রযোজ্য। * সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো ওয়েবসাইটে আজকের পত্রিকার কনটেন্টের জন্য এই নীতি প্রযোজ্য। * মোবাইলের অ্যাপ্লিকেশনের জন্যও এই গোপনীয়তার নীতি প্রযোজ্য। ওপরে বর্ণিত সব পরিষেবার ক্ষেত্রে এই গোপনীয়তার নীতি তখনই প্রযুক্ত হবে, যদি সেখানে টিটিএন কনটেন্ট ব্যবহৃত হয়। আজকের পত্রিকা বিভিন্ন কারণে তার ব্যবহারকারীদের সম্পর্কে তথ্য সংগ্রহ বা গ্রহণ করে। এ ক্ষেত্রে উদাহরণ হিসেবে ব্যবহারকারীদের সেবা দিতে সেবাসমূহের পরিকল্পনা করার জন্য, সেবাসমূহকে আরও উন্নত করার জন্য, বিপণন বা বিজ্ঞাপনের জন্য গ্রাহকদের তথ্য সংগ্রহের কথা উল্লেখ করা যায়।
এই তথ্যগুলোর মধ্যে আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর, ই–মেইল, বয়স, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ইত্যাদি থাকতে পারে। www.theterritorialnews.com–এর সরবরাহ করা কিছু পরিষেবার ক্ষেত্রে আরও কিছু গোপনীয়তার নীতি প্রযোজ্য হতে পারে। টিটিএন অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইটের মাধ্যমে সরবরাহ করা এই পরিষেবাগুলো ডাউনলোড বা সাবস্ক্রাইব করার সময় ব্যবহারকারীদের এসব তথ্য পাঠের অনুরোধ জানাচ্ছে। ব্যবহারকারী/ পাঠক/ দর্শকদের কাছ থেকে প্রাপ্ত তথ্যগুলো সুরক্ষিত ও সংরক্ষণ করার লক্ষ্যে এটি টিটিএন একটি উদ্যোগ।
টিটিএন তার ব্যবহারকারী/ পাঠকদের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানায় এবং সংগৃহীত তথ্য কেবল যে উদ্দেশ্যে নেওয়া হয়েছে, সেই উদ্দেশ্যেই তা ব্যবহারের নিশ্চয়তা দেয়।
ক. টিটিএন তথ্য সংগ্রহের পদ্ধতি
নির্দিষ্ট ব্যবহারকারীর তথ্য সংগ্রহের বিষয়টি টিটিএন অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইটটিতে ব্যবহারকারীর প্রবেশের পন্থার ওপর নির্ভর করে—
১। ওয়েবসাইট অথবা অ্যাপ্লিকেশনে রেজিস্ট্রেশন করলে ২। নিউজলেটার সাবস্ক্রাইব করার মাধ্যমে ৩। কোনো জরিপ অথবা প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে ৪। আজকের পত্রিকার কোনো সাইট অথবা পেজে লগইনের মাধ্যমে
খ. সংগৃহীত তথ্য প্রকাশের নীতি
ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন পরিচালনা বা এর ব্যবসা ও সেবার ব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের ছাড়া টিটিএন কোনো ব্যবহারকারীর ব্যক্তিগত উল্লেখযোগ্য কোনো তথ্য কারও কাছে বিক্রি অথবা সরবরাহ করে না। তবে কোন ধরনের পাঠক আসছে, তাদের সংখ্যা কত, সেই সংখ্যা বৃদ্ধি বা পাঠকদের সম্পৃক্ততা আরও বাড়ানোর লক্ষ্যে এসব তথ্য অভ্যন্তরীণ পরিসরে শেয়ার করতে পারে।
যদি বাংলাদেশ সরকারের আইন মেনে চলতে গিয়ে ব্যবহারকারীদের শনাক্ত করা যায় এমন ব্যক্তিগত তথ্য উন্মুক্ত করতে হয়, তাহলে টিটিএন সেটি করতে পারে। যদি ভিন্ন কারণে টিটিএন পাঠকদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করতে হয়, তাহলে প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের কাছ থেকে এর জন্য সম্মতি চাইবে। কিন্তু এই গোপনীয়তার নীতি থাকা সত্ত্বেও টিটিএন পাঠকদের ব্যক্তিগত তথ্যসহ সব তথ্য এর ব্যবসার সঙ্গে জড়িত সব কোম্পানি, পরামর্শদাতা, সহযোগী জড়িতদের কাছে উন্মুক্ত করে দিতে পারে। টিটিএন কোনো আইনি প্রক্রিয়া অথবা কোনো ফোরামে নিজের স্বার্থ সংরক্ষণের জন্যও এই তথ্যগুলো প্রদান করতে পারে।
সম্ভাব্য অবৈধ কার্যক্রম প্রতিরোধ, তদন্ত, কোনো ব্যক্তি বা আমাদের পরিষেবা, নীতিমালা, শর্তাবলিতে উল্লিখিত বিধি ইত্যাদির ওপর সম্ভাব্য ঝুঁকির পরিস্থিতি তৈরি হলে নিজেদের নীতিমালা অক্ষুণ্ন রাখার স্বার্থে পাঠকদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করতে পারে টিটিএন।
ব্যবহারকারী/ পাঠকদের কাছে বিভিন্ন পণ্য ও পরিষেবা পৌঁছে দিতে বা এসবের সুপারিশ করার জন্যও তথ্যগুলো প্রকাশ করা যেতে পারে। তবে উল্লিখিত প্রতিটি ক্ষেত্রে এবং অন্য যেকোনো ক্ষেত্রেই ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য প্রকাশের পরিস্থিতি তৈরি হলে টিটিএন তা না করার সর্বোচ্চ চেষ্টা করবে। তার পরও এমন তথ্য প্রকাশের প্রয়োজন হলে যতটুকু না হলেই নয়, ঠিক ততটুকুই তথ্য প্রকাশ করবে।
গ. তথ্য সংরক্ষণ
টিটিএন তার নিজস্ব অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের নীতি অনুসারে নির্দিষ্ট সময়ের জন্য পাঠকদের তথ্য সংরক্ষণ করতে পারবে। টিটিএন অ্যাকাউন্টের মেয়াদ ফুরিয়ে গেলে ব্যবহারকারী বা পাঠকদের ব্যক্তিগত তথ্য মুছে ফেলা হবে। উল্লেখ্য, কখনো কখনো এ ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি লাগতে পারে। তবে এর দায়ভার টিটিএন নেবে না।
ঘ. বিজ্ঞাপন
টিটিএন ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ্লিকেশনে অন্তর্ভুক্ত বিজ্ঞাপনগুলো থার্ড পার্টি ও বিজ্ঞাপন নেটওয়ার্কগুলোর কাছ থেকে স্বাধীন বিজ্ঞাপন ট্যাগের মাধ্যমে আসে, যা ব্যবহারকারীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারে। তবে এ ক্ষেত্রে এসব তৃতীয় পক্ষ বা বিজ্ঞাপন নেটওয়ার্কগুলোর সংগৃহীত তথ্যের দায় টিটিএন নেবে না। টিটিএন প্রদর্শিত বিজ্ঞাপন-সংশ্লিষ্ট কোনো ঘটনার দায়ভার টিটিএন নেবে না।
ঙ. তৃতীয় পক্ষের বিজ্ঞাপন ও লিংক
টিটিএন বিবেচনার ভিত্তিতে নিজেদের ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনে এমন অনেক তৃতীয় পক্ষের কাছ থেকে বিজ্ঞাপন নিতে পারে, যাদের স্বতন্ত্র গোপনীয়তার নীতি রয়েছে। টিটিএন বিজ্ঞাপনের বিষয়বস্তু, কোনো ভুল, অযথার্থতা বা এড়িয়ে যাওয়ার মতো বিজ্ঞাপন-সংশ্লিষ্ট কোনো ভুলের দায় বহন করে না। টিটিএন কোনো ওয়েবসাইটের লিংকের মাধ্যমে বা পত্রিকার উপাদানে পৃথক লিংক, অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটে প্রবেশের কারণে কোনো তথ্য ফাঁসের ক্ষেত্রে কোনো দায়ভার গ্রহণ করবে না।
চ. কুকিজের ব্যবহার
টিটিএন কুকিজের ওপর ভিত্তি করে কোনো ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে না, জমাও রাখে না। আবার টিটিএন ওয়েবসাইটের সঙ্গে যুক্ত কোনো তৃতীয় পক্ষ কুকিজের মাধ্যমে তথ্য সংগ্রহ করলে তা নিয়ন্ত্রণও করে না। সুতরাং, তৃতীয় পক্ষের ওয়েবসাইটে প্রবেশের আগে ভালোভাবে দেখে নিন।
ছ. অবস্থান ও ক্রয়-সম্পর্কিত তথ্য
সুনির্দিষ্ট পাঠকের কাছে পৌঁছাতে এবং প্রচারের জন্য টিটিএন বিভিন্ন মাধ্যম থেকে পাঠকের তথ্য সংগ্রহ করে। এ ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে পাঠকের প্রবণতা শনাক্ত করতে আমরা গুগল অ্যানালাইটিকসসহ বিভিন্ন মাধ্যম থেকে তথ্য নিই। তবে প্রদর্শিত বিজ্ঞাপনের জন্য আপনি গুগল অ্যানালাইটিকস থেকে বেরিয়ে যেতে পারেন এবং গুগলের সরবরাহ করা বিজ্ঞাপন সেটিংস ব্যবহার করে গুগল ডিসপ্লে নেটওয়ার্কের বিজ্ঞাপনগুলো কাস্টমাইজ করে নিতে পারেন।
জ. পাঠকের সঙ্গে টিটিএন যোগাযোগ
ব্যবহারকারী/ পাঠকদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টিটিএন কর্তৃক আয়োজিত প্রচার কার্যক্রম/ প্রতিযোগিতা, প্রতিক্রিয়া, জরিপ ইত্যাদিতে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে ই–মেইল, ফোন বা এসএমএসের মাধ্যমে তার ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ করতে পারে।
ঝ. বাংলাদেশের বাইরে থেকে টিটিএন অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইট ব্যবহার
বাংলাদেশের বাইরে থেকে টিটিএন অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইটে প্রবেশের ক্ষেত্রে ব্যবহারকারী/ পাঠকদের ব্যক্তিগত তথ্য ব্যবহারের ক্ষেত্রেও একই শর্তাবলি ও গোপনীয়তার নীতি প্রযোজ্য হবে।
ঞ. সরকারি আইন
টিটিএন গোপনীয়তার নীতি এবং ব্যবহারকারীর সঙ্গে এর সম্পর্ক পরিচালনার নীতিগুলো বাংলাদেশের সংবিধান ও আইন অনুসরণ করে তৈরি করা হয়েছে। তথ্য বা তারিখের ব্যবহার, এর সঞ্চয়, প্রকাশ, ফাঁস বা প্রচার-সম্পর্কিত যেকোনো বিরোধ কেবল বাংলাদেশের আদালতেই উত্থাপিত হতে পারে, যা এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার একচেটিয়া এখতিয়ার সংরক্ষণ করে। জাতীয়তা, অবস্থান, বাসস্থান বা ব্যবসায়ের স্থান যা-ই হোক না কেন, টিটিএন ওয়েবসাইটে যিনিই প্রবেশ করবেন বা এর অ্যাপ্লিকেশন বা সেবা যিনি ব্যবহার করবেন, তাঁর জন্যই এই পুরো গোপনীয়তার নীতি প্রযোজ্য হবে।
ট. গোপনীয়তার নীতি পরিবর্তন
টিটিএন যেকোনো সময় গোপনীয়তার নীতিতে যেকোনো শর্ত সংশোধন, পরিবর্তন বা বাদ দেওয়ার অধিকার রাখে। তবে এ ক্ষেত্রে পরিবর্তিত নীতিটি অবিলম্বে ওয়েবসাইটে আপলোড বা আপডেট করা হবে। নীতিগত যেকোনো পরিবর্তনের পর আমাদের পরিষেবা ব্যবহার অব্যাহত রাখার অর্থ হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তি আমাদের গোপনীয়তার নীতিতে আসা পরিবর্তনগুলো মেনে নিয়েছেন এবং সেই সূত্রে তিনি এই নীতি মেনে চলতে বাধ্য। এ জন্য আমরা পাঠকদের নিয়মিত বিরতিতে এই নীতিমালা পাঠের পরামর্শ দিচ্ছি, যাতে তাঁরা সব সময় জানতে পারেন, আমরা কী ধরনের তথ্য সংগ্রহ করি, তা কীভাবে ব্যবহার করি এবং কার সঙ্গে তা শেয়ার করি।
ঠ. সংযোগ-বিচ্ছিন্নের পদ্ধতি
যদি কোনো ব্যবহারকারী আমাদের কাছ থেকে বিপণনের তথ্যসংবলিত ই–মেইল না পাওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে সংশ্লিষ্ট ব্যবহারকারী মেইলটি আন-সাবস্ক্রাইব করতে পারবেন। এর জন্য প্রতিটি মেইলের নিচেই আন-সাবস্ক্রাইব অপশনটি থাকে। ওয়েবসাইটে থাকা নিজের অ্যাকাউন্টটি বাতিল করতে হলে ([email protected]) ঠিকানায় একটি ই-মেইল পাঠালেই হবে।