আয়াছুল আলম সিফাত :
কক্সবাজার বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগ এর সুপার সিক্সের ৮ম খেলায় বাঁশকাটা খেলোয়াড় কল্যাণ সংস্থাকে ছয় গোলের ব্যবধানে হারিয়েছে অল স্টার ফুটবল ক্লাব ।
অল স্টারের রাশেদ খেলার ৬ মিনিটে ও ৭০ মিনিটে দুই গোল করেন রাশেদ, আরাফাতও ৩৬ এবং ৬৬ মিনিটে আরো দুই গোল করেন। এরপরে আরিফ ১৫ মিনিটে ও সাইফুল ৭৯ মিনিটে গোল করে মোট ছয় গোলে জয় পায় অল স্টার ফুটবল ক্লাব।
খেলার পুরো সময় মিলে বাঁশকাটা খেলোয়াড় কল্যাণ সংস্থা কোনো গোল করতে পারেনি। এদিনে ম্যাচের জয় পেয়ে খুশি অল স্টার ফুটবল ক্লাবের খেলোয়াড়েরা।
শনিবার সুপার সিক্সের অপর খেলায় মুখোমুখি হবে মুক্তিযুদ্ধ ক্রীড়া সংসদ বানাম ঢেমুশিয়া ক্রীড়া সংস্থা।