সাইফুল ইসলাম সাইফ :
চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে ১২৬ কোটি টাকার উন্নয়ন কাজ প্রায় সম্পন্ন হয়েছে। বেড়েছে সৌন্দর্য। চলতি শীত মৌসুমে এখন দর্শনার্থীদের পদচারণায় জমজমাট পার্ক। পার্কের টিকেট কাউন্টার অংশে দিনভরই থাকে দর্শনার্থীদের দীর্ঘ লাইন।
পার্কে ঢুকতেই পাখির কিচিরমিচির শব্দ অভ্যর্থনা জানায় দর্শনার্থীদের।
২০০১ সালের ১৯ জানুয়ারি ২ হাজার ২৫০ একর বনাঞ্চলে গড়ে তোলা হয় দেশের প্রথম এ সাফারি পার্ক ।
এ পার্কে সবচেয়ে আকর্ষণীয় হলো উন্মুক্ত পরিবেশে বিচরণ করা প্রাণী দেখতে পাওয়া। যা দেখে মুগ্ধ হন দর্শনার্থীরা।
জেব্রা, সিংহ,বাঘ,ময়ূর,অজগর,কুমির,কচ্ছপ উন্মুক্ত হাতি সহ ৫২ প্রজাতির ৩৪১টি প্রাণী রয়েছে পার্কে। এসব প্রাণী দেখতে নির্ধারিত ফি দিয়ে ব্যবহার করা যায় পার্কের মিনিবাস।
চকরিয়া বঙ্গবন্ধু সাফারী পার্কের তত্ত্বাবধায়ক মো:মাজাহারুল ইসলাম বলেন, ডিসেম্বরে দর্শনার্থীদের উপস্থিতি বেশি থাকে। দৈনিক প্রায় ৩ হাজার দর্শনার্থী আসছেন পার্কে।
সপ্তাহে ছয়দিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য পার্কটি খোলা থাকে। প্রতি মঙ্গলবার পার্ক সাপ্তাহিক ছুটি থাকে।