শাহেদ হোছাইন মুবিন:
প্যারাসূট তেল,ভ্যাসলিন জেলসহ নানা পণ্যের লেভেল আসল, বোতলও একই, তবে ভেতরে যা দেয়া হয় তা নকল। এরকম নকল নানান প্রসাধান সামগ্রী তৈরী করে বাজারজাত করছে একটি অসাধু। আর সেখানেই হানা দিলো পুলিশ। বুধবার দিনবাগত রাত ১ টার কিছু পর শহর পুলিশ ফাঁড়ির অভিযান শুরু হয় কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট এলাকায়।
দীর্ঘ ২ ঘন্টার অভিযান, একপর্যায়ে বেরিয়ে এলো প্যারাসূট তেল,ভ্যাসলিন জেল, লেভেল, স্টিকারসহ নকল পণ্য তৈরীর বিভিন্ন উপাদান।
বার্মিজ মার্কেট এলাকার হাজেরা মার্কেটের তৃতীয় তলার ভাড়া বাসায় দীর্ঘ সময় ধরে এইসব নকল পণ্য তৈরী করছে একটি চক্র। সেই চক্রের অন্যতম সদস্য দিদারুল আলম কে এসময় আটক করে পুলিশ। দিদারুল আলমের বাড়ী সাতকানিয়ায় বলে জানা গেছে। লেভেল লাগিয়ে এসব পণ্য বাজারে বিক্রি করার কথা স্বীকার করেন আটক দিদার।
এসময় পুলিশ নকল পণ্য ও পণ্য তৈরীর সরঞ্জাম জব্দ করে। এছাড়াও শহরের বিভিন্ন স্থানে আচারসহ বিভিন্ন নকল পণ্য তৈরীর কারখানা রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তাদের বিরুদ্ধেও অভিযান পরিচালনা জরুরি, বলছেন সচেতনমহল।