নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফে দুই রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাঁদের ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ( ২৮ এপ্রিল ২০২২) দুপুরের টেকনাফ মডেল থানার একটি টিম নাইট্যংপাড়া এলাকায় যানবাহনের তল্লাশি চালায়। এসময় তল্লাশি কালে জাদিমুরা ২ নং রোহিঙ্গা ক্যাম্পের নজির আহমদ এর ছেলে সাইফুল ইসলাম (২০) ও মুছনি নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে সাইফুল ইসলাম ছেলে আবু হুরাইরা(১৯) এর হেফাজত হতে ৩০,০০০ (ত্রিশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানায়।