Friday, April 19, 2024

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে জেনারেল অপারেশন চালু

কুতুবদিয়া(কক্সবাজার) প্রতিনিধি:

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত সিজারিয়ান সেকশনের পাশাপাশি শুরু হয়েছে জেনারেল অপারেশন।

মঙ্গলবার বড়ঘোপ ইউনিয়নের কুদ্দুছ মিয়া নামের এক ব্যক্তির এপেন্ডিসাইটিস অপারেশনের মাধ্যমে জেনারেল অপারেশন কার্যক্রম শুরু হয়।

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, কুদ্দুছ মিয়া বহিঃ বিভাগ আসলে হাসপাতালের জেনারেল সার্জন ডাঃ মোহাম্মদ জহুরুল ইসলাম রোগী দেখে এপেন্ডিসাইটিস রোগ নির্ণয় করেন এবং দ্রুত অপারেশন করার পরামর্শ দেন। এমতাবস্থায় রোগী ও তার পরিবারের লোকজন অপারেশনের সম্মতি দিলে দুপুরে সার্জন ডা: মোহাম্মদ জহুরুল ইসলাম এসিস্ট্যান্ট সার্জন ডা: বিপ্লব কান্তি রুদ্র, এনাস্থেসিয়লজিস্ট ডা: রেজাউল হাসান অপারেশন সম্পন্ন করেন।

উল্লেখ্য ডাঃ মোহাম্মদ জহিরুল ইসলাম বেসরকারি উন্নয়ন সংস্থা সিআইপিআরবি কর্তৃক ইউনিসেফের এইচজিএসপির আওতায় নিয়োগপ্রাপ্ত।

বিনামূল্যে অপারেশন করাতে পেরে খুশি রোগী কুদ্দুছ মিয়া ও তার পরিবার। কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন টিমে অংশ নেওয়ার সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার পরিবার।

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম জানান, কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালু করা ছিল চ্যালেঞ্জিং ডেলিভারি অপারেশনের পাশাপাশি অর্থোপেডিক্স, এপেন্ডিসাইটিসসহ অন্যান্য অপারেশন নিয়মিত করা হবে বলে জানান।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page