নিজস্ব প্রতিবেদক :
জেলা আওয়ামীলীগের সম্মেলনে কাউন্সিলর তালিকা চুড়ান্ত হয়েছে। যাতে জেলা জনসংখ্যার প্রতি দশহাজারে ১ জন করে ২৮ লক্ষ জনসংখ্যার অনুপাতে ২৮০ জন আর ১১ টি ইউনিটের ৫ জন কোঅপ্ট করা ৫৫ জন এবং জেলা কমিটির ৭১ জনসহ ৪০৬ জন কাউন্সিলর আর থাকবে ১৫০০ ডেলিগেট । সেই সাথে তৃনমূলের নেতাকর্মী থাকবে প্রায় ১০ হাজার আর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতসহ সব মিলিয়ে ১০ থেকে ১২ হাজার মানুষের উপস্থিতি থাকবে বলে জেলা আওয়ামীলীগ সূত্রে জানা গেছে।
জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে প্রায় ১২ হাজার মানুষের জন্যে খাবারের আয়োজন করা হয়েছে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলনস্থলে।
৬ বছর ১০ মাস পর ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে কক্সবাজার জেলা আওয়ামীলীগের। সম্মেলনে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।