রবিবার, এপ্রিল ২, ২০২৩

বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে

৩৫ বছরের চাকুরির ইতি টানলেন সিনিয়র সচিব হেলালুদ্দীন

টিটিএন ডেস্কঃ

৩৫ বছরের চাকুরির ইতি টানলেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন। ২২ মে তিনি স্থানীয় সরকার বিভাগের নবাগত সচিব মেজবাহ উদ্দিন চৌধুরীর কাছে দায়িত্ব হস্তান্তর করে। এসময় তারা একে অপরকে ফুল দিয়ে বিদায় এবং স্বাগত জানান। বিদায়ী সচিব এবং নবাগত সচিবকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে ভুল্লেননা নিজ দপ্তরের কর্মকতা ও কর্মচারীরা।

রবিবার রাত ১১:২৪ মিনিটে হেলালুদ্দীন আহমেদ
নিজের ভেরিফাইড ফেবুতে লিখেছেন ৩৫ বছরের কাজের ফিরিস্তি। কাজ করতে গিয়ে পেয়েছেন মানুষের ভালবাসা। আবার অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি।

হেলালুদ্দীন আহমেদের ফেবু থেকে নেয়া লিখাটি হুবুহু টিটিএন পাঠকদের জন্য তুলে ধরা হলো।

★ আজ ২২ মে ২০২২ সরকারী চাকুরি থেকে অবসর গ্রহণ করলাম। আজ অপরাহ্নে নবাগত সচিব, স্থানীয় সরকার বিভাগ মেজবাহ উদ্দিন চৌধুরীর কাছে দায়িত্ব হস্তান্তর করে আমার চাকুরি জীবনের এখানেই ইতি টানলাম।

প্রায় ৩৫ বছর পূর্বে ১৫ ফেব্রুয়ারি ১৯৮৮ সালে ঐতিহ্যবাহী বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের সদস্য হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকা-তে যোগদানের মাধ্যমে কর্মজীবনে প্রবেশ করি। ৩৫ বছরের এ সময়ের প্রায় ২৯ বছর কর্মজীবন অতিবাহিত হয় মাঠ প্রশাসনে। দীর্ঘ এই কর্মজীবনের পথচলায় সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি), ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, নেজারত ডেপুটি কালেক্টর, উপজেলা ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার, নির্বাচন কমিশন সচিব, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিবের মত গুরুদায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। চাকুরি জীবনের সব চাইতে চ্যালেঞ্জ ছিল স্বাধীনতাবিরোধী চক্র কর্তৃক সৃষ্ট নাশকতায় ২০১৩-১৫ সালে দেশের অস্থিতিশীল পরিস্থিতি সকলকে সাথে নিয়ে বিভাগীয় কমিশনার হিসেবে মোকাবেলা করা এবং নির্বাচন কমিশন সচিব হিসেবে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার সৌভাগ্য অর্জন করা। প্রায় ৩ বছর সময়কালে স্থানীয় সরকার বিভাগে ২ বছর ব্যাপি অতিমারি কোভিড মোকাবেলা করে প্রত্যন্ত গ্রাম হতে নগর উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রকল্প গ্রহণ বাস্তবায়ন, সারাদেশে পানি সরবরাহ ও স্যানিটেশন উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা।দীর্ঘকাল সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব পালন শেষে আজ ২২ মে সরকারি চাকরি হতে অবসরগ্রহণ করি। চাকুরিকালীন কর্মজীবনে আন্তরিকতা, ন্যায়নিষ্ঠা, সততা ও দেশপ্রেমের সাথে কর্তব্য পালনে সর্বোচ্চ সচেষ্ট ছিলাম। চাকরিজীবনে আমার প্রতি আস্থা রেখে ২০০৯ সাল হতে আমাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন করার জন্য সর্বাজ্ঞচিত্তে বঙ্গবন্ধু কন্যা, সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করার পথচলায় একজন সরকারি কর্মচারী হিসেবে সহযোদ্ধা হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

আমার কর্মজীবনের পথচলায় সকল সহকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় মন্ত্রী জনাব মো: তাজুল ইসলাম এমপিকেও ধন্যবাদ জানাই। সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে জনসেবা ও দেশসেবা করতে পেরে চাকুরি সমাপ্তিতে আমি পরিতৃপ্ত ও আনন্দিত। আমার সুদীর্ঘ কর্মকালে আমার আচার-আচরণ কিংবা কর্মের মাধ্যমে অজ্ঞাতসারে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি তা এ বিদায় মুহুর্তে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা রাখছি।

সর্বশেষ খবর

কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৩ সদস্য কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

আয়াছুল আলম সিফাত : কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১ এপ্রিল) ভোরে কক্সবাজার পৌরসভার ৮ নং...

টেকনাফে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

মোহাম্মদ শাহীন,টেকনাফ : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে টেকনাফ পৌরসভায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মৎস্যজীবী সমিতি হলরুমে অনুষ্ঠিত সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোনের পরিদর্শক...

সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক সংসদ কক্সবাজারের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় হোটেল মিশুকের হল রুমে সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ...

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১, গুলিবিদ্ধ এক শিশু

  শামীমুল ইসলাম ফয়সাল, উখিয়া: উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে এক বৃদ্ধা নিহত হয়েছেন, এ ঘটনায় ১২ বছরের এক শিশুও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। নিহত বৃদ্ধা ক্যাম্প-৮...