নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের জেলা প্রশাসক ছিলেন, ছিলেন মানবিক মানুষ, চলে যাওয়ার দুই বছর ৬ দিন পর এলেন,এখনও কিছু মানুষ ফুল হাতে অধীর অর্পনে ভালোবাসে, পুষ্পময়তায় বরন করে নেয়।
কামাল হোসেন ২০২১ সালের ৬ জানুয়ারী কক্সবাজারের জেলা প্রশাসক হিসেবে বিদায় নেন, আর এলেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের যুগ্মসচিব হিসেবে একটি সেমিনারে যোগ দিতে, সাথে এলেন পত্নী গুলশান কামাল আর দু কন্যা।
বৃহস্পতির বিকেলে ফুল হাতে কিছু মানুষ বরনের উষ্ণতায় মেতে উঠে,কক্সবাজার ডিসি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইবরাহিম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক,হলদিয়া পালংয়ের ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী, রিপোটার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ওসমান গনিসহ নানা শ্রেনী পেশার মানুষ তাকে বরণ করে নেয়। শুক্রবার হোটেল রয়েল টিউলিপে সেমিনারে যোগদানের পাশাপাশি শনিবার তার হাতে গড়ে তোলা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতিষ্টান অরুনোদয় পরিদর্শনে যাবেন বলে জানা গেছে।
২০২১ সালের ৬ জানুয়ারী ইউএস বাংলার যে বোয়িংয়ে করে বিদায় নিয়েছিলেন কক্সবাজার থেকে, ২ বছর ৬ দিন পর ২০২৩ সালের ১২ জানুয়ারী সেই একই বিমানে এলেন কক্সবাজারে, আর এমন দিনে এলেন যে দিন ইউটনএইচসিআরের সহায়তায় কক্সবাজার সদর হাসপাতালের আধুনিক বহিঃর্বিভাগের উদ্বোধন হলো, যার জন্যে জেলা প্রশাসক থাকা কালে অক্লান্ত পরিশ্রম করেছিলেন কামাল হোসেন। বিষয়টিকে অবশ্য তিনি কাকতালীয় হিসেবেই দেখছেন।