নিজস্বপ্রতিবেদক:
কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনায় কক্সবাজার পৌর আওয়ামী লীগের উদ্যোগে আজ থেকে আবারও ডিজিটাল পদ্ধতিতে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি কার্যক্রম শুরু হয়েছে।
আজ সকাল ১১টা হতে আরম্ভ হওয়া কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি নজিবুল ইসলাম।
২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবদুল্লাহ আল মাসুদ আজাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওসমান গনি টুলুর পরিচালনায় ছোট্ট পরিসরে আয়োজিত দিকনির্দেশনা মূলক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সোহেল রানা, কার্যকরী সদস্য ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আজিমুল হক আজিম, ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজ উদ্দিন, সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি বাস্তবায়নে নিয়োজিত ২নং ওয়ার্ড আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক গণ যথাক্রমেঃ মোঃ বাবুল, মোঃ ইউছুপ, রমিজ আহমদ বাদশা, মোঃ জাবেদ, জয়নাল, জিহাদ সহ ২নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।