জেসমিন আক্তার জেসিয়া :
দুর্নীতি দমন ব্যুরো থেকে স্বাধীন দুর্নীতি দমন কমিশনে যাত্রা শুরু হয় ২০০৪ সালের ২১ নভেম্বর। লক্ষ্য ছিলো একটাই—অব্যাহতভাবে দুর্নীতি দমন, নিয়ন্ত্রণ, প্রতিরোধ এবং উত্তম চর্চার বিকাশ।
এরপর ১৭ বছর পেরিয়ে ১৮ বছরে পা রাখলো দুর্নীতি দমন ও প্রতিরোধে কাজ করা একমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি।
দিনটি উপলক্ষে কক্সবাজারে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা।
সোমবার সমন্বিত জেলা কার্যালয়ে দুদক উপ পরিচালক মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটি- দুপ্রকের জেলা সভাপতি অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন বকুল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো মুজিবুল ইসলাম, দুপ্রকের সহ সভাপতি প্রতিভা দাশ, মোহাম্মদ আলী বক্তব্য রাখেন।
এ সময় দুদক সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তা এবং দুপ্রক জেলা কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা`উপস্থিত ছিলেন।