রামু(কক্সবাজার) প্রতিনিধি:
রামু প্রেস ক্লাবের আয়োজনে প্রয়াত সাংবাদিক আবীর বড়ুয়া’র ১৩তম মৃত্যুবার্ষিকী স্মরণ অনুষ্টান করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় রামু অফিসার্স ক্লাব মিলনায়তনে স্মরণসভায় সুশাসনের জন্য নাগরিক(সুজনের) সভাপতি মাস্টার মোঃ আলম, আবীর বড়ুয়া’র বড় ভাই ক্রীড়া ব্যক্তিত্ব সুধীর বড়ুয়া বুলু, কক্সবাজার বেতারের সংগীত প্রযোজক বশিরুল ইসলাম, ছড়াকার দর্পণ বড়ুয়াসহ বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্মরণ সভায় রামু প্রেস ক্লাবের সভাপতি নীতিশ বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোয়েব সাঈদের সঞ্চালনায় আবীর বড়ুয়া’র কর্মময় সাংবাদিক ও ক্রীড়া সময়ের জীবন নিয়ে আলোকপাত করেন বক্তারা।
রামু প্রেস ক্লাবের সভাপতি নীতিশ বড়ুয়ায়া বলেন, সৎ ও সাহসী সাংবাদিকতার পথিকৃৎ ছিলেন আয়াবীর বড়ুয়া। তার কর্মময় জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে।
এদিকে আবীর বড়ুয়াকে স্মরণ করতে গিয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) রামু উপজেলার সভাপতি মাস্টার মো: আলম বলেন, আমরা দেখেছি সেসময়ে আবীর বড়ুয়া যেভাবে সাংবাদিকতা করেছে এবং লেখনীর মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে নিরব প্রতিবাদ করে গেছেন তিনি আমৃত্যু স্মরণীয় হয়ে থাকবেন।
২০১০ সালের ২১শে জানুয়ারি সাংবাদিক আবীর বড়ুয়া মারা যান। সাংবাদিকতা ও রামুর ক্রীড়া অঙ্গনে আবীর বড়ুয়া নানান অবদান রাখেন বলেও নানান আলোচনা করেন অন্যান্য বক্তারা।