নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের হোটেল মোটেল জোনের সাংস্কৃতিক কেন্দ্রের পাশে অভিযান চালিয়ে চারজন ছিনতাইকারীকে আটক করেছে র্যাব।
শুক্রবার (২৯এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে সাংস্কৃতিক কেন্দ্রের পূর্ব পাশে রাস্তায় অভিযান চালিয়ে এসব ছিনতাইকারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, শহরের বৈদ্যেঘোনা খাজা মনজির এলাকার মৃত দানু মিয়ার ছেলে আজিজ উরফে জিসান (২০), পাহাড়তলী হালিমা পাড়া এলাকার শামছুর আলমের ছেলে সাইফুল রহমান (২১), দক্ষিণ রুমালিয়ার এলাকার জাগের হোসেন ছেলে শহিদুল ইসলাম (২০), পশ্চিম লারপাড়া এলাকার মো: জসিমের ছেলে মো: সাদেক হোসেন (২০)।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মো: বিল্লাল উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আটককৃতরা সকলে পেশাদার ছিনতাই কারি এবং নিজেদের কাছে ছুরি, চাকু রেখে শহরে বিভিন্ন এলাকায় লোকজন ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করে আসছিল।
আটক ছিনতাইকারীদের কাছ থেকে ২ টি ছুরি ও ২টি চাকু উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ছিনতাইকারীদের আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জনান র্যাবের এই কর্মকতা।