নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার শহরের হোটেল মোটেল জোনের মোহাম্মদীয়া গেস্ট হাউজ থেকে ২ বছরের অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে র্যাব। শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এসময় অপহরণে অভিযুক্ত ২ জনকে আটক করা হয়।
র্যাব-১৫ সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট আপন ফুফাতো বোনকে অপহরণ করে ঢাকার দক্ষিণখান এলাকার কেয়া ও তার স্বামী ছফওয়ান খান রাহাত। পরে ওই শিশুকে তারা কক্সবাজারের হোটেল মোটেল জোনের মোহাম্মদীয়া গেস্ট হাউজে জিম্মি করে রাখেন। এরপর ওই শিশুর পরিবারের কাছে মুঠোফোনে যোগাযোগ করে মুক্তিপণ দাবী করে। এই ঘটনায় ওই শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। মামলার সূত্র ধরে র্যাব অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। আটক করা হয় অপহরণকারীদের।
আটক অপহরণকারীদের উদ্বৃতি দিয়ে র্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, কেয়া ও তার স্বামী রাহাত ঋণগ্রস্ত ছিলেন। গত ১০ আগস্ট একজনকে ২০ হাজার টাকা পরিশোধ করার কথা ছিলো তাদের। মূলত ঋণ পরিশোধ করার জন্য কেয়া তার মামার বাড়ি বেড়াতে গিয়ে মামাতো বোনকে অপহরণ করে।