নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার ভোর ৬ টায় টিটিএনের ফেইসবুক পেইজে প্রচারিত সরাসরিতে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা না পাওয়ার অভিযোগ করেন কয়েকজন অসুস্থ সেবা প্রত্যাশী।
তারা সোমবার কুতুবদিয়ায় অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সহিংসতায় আহত হয়ে চিকিৎসা নিতে সদর হাসপাতালে এসেছিলেন।
টিটিএনের সেই সরাসরিতে তাদের অভিযোগ দেখার পর তাৎক্ষণিক পদক্ষেপ নেন স্থানীয় সংসদ সদস্য ও সদর হাসপাতাল ব্যবস্থা কমিটির সভাপতি সাইমুম সরওয়ার কমল। তার নির্দেশে মঙ্গলবার বিকালে তিনজন চিকিৎসকের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
পরে রাতে হাসপাতালে অভিযোগ করা রোগীদের দেখতে যান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। এসময় তিনি তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন।
পরে তিনি জানান, যে ঘটনাটি ঘটে গেছে সেটা অত্যন্ত দুঃখজনক। এতে কর্তব্যরত চিকিৎসকের অবহেলা আছে কিনা, কোন রাজনৈতিক নেতার ইন্ধনে তাদের ভর্তি বন্ধ করা হয়েছে কিনা বা নির্বাচনী প্রতিদ্বন্দ্বীর সাথে কোনো অর্থনৈতিক লেনদেন হয়েছে কিনা সবকিছু খতিয়ে দেখা হবে। ৪৮ ঘন্টার মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলেও জানান তিনি।
ঘটনাটি অনাকাঙ্ক্ষিত দাবী করে সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. সুমন বড়ুয়া বলেন, ঘটনাটি ভুল বোঝাবুঝি নাকি প্রকৃতপক্ষে অবহেলা করা হয়েছে সেটি তদন্তে উঠে আসবে। সে অনুযায়ী বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
আগামী ৪৮ ঘন্টার মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন প্রদান করবে। সেই প্রতিবেদনে বের হয়ে আসবে ঘটনার প্রকৃত রহস্য। তবে নিরপেক্ষ তদন্তের দাবী সংশ্লিষ্টদের।