সাইফুল ইসলাম সাইফ:
চকরিয়ার বানিয়ারছাড়ায় হাতির আক্রমনে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছে। রবিবার রাত এগোরাটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছাড়া কবিরার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। ৩৬ বছর বয়সী সাইফুল ইসলাম
কৈয়ারবিল ইউপির ৭নং ওয়ার্ডের বনচিরী আবাসন এলাকার মৃত মোস্তফিজুর রহমানের পুত্র।
স্থানীয়রা জানান,বানিয়ারছাড়া এলাকা থেকে সকাল ৭টার দিকে যুবক সাইফুলকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা এবং বনবিভাগকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় বলে জানায় স্থানীয়রা।
নিহতের বোন জানান,তিনি একজন কোরআনে হাফেজ সংসার জীবনে এক সন্তানের জনক ছিলেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী জানান,
নিহতের লাশ উদ্ধার করে চকরিয়া থানায় নিয়ে আসা হয়েছে।এ যুবকের মৃত্যু বন্যহাতির আক্রমনে হয়েছে বলে জানাগেছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
চকরিয়ায় হাতির আক্রমনে গেলো ১ বছরে অন্ততঃ ৬ জনের মৃত্যু হয়েছে।