টিটিএন ডেস্ক :
বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সভাপতি এস এম সাদ্দাম হোসাইন বলেন, সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের তৎপরতাকে তরান্বিত করে শিক্ষা ও সংস্কৃতিচর্চার মাধ্যমে স্মার্ট ছাত্রলীগের বীজ বপন হবে টেকনাফে।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টেকনাফ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় মানচিত্রের সর্বদক্ষিন উপজেলা টেকনাফ থেকে শুরু হবে স্মার্ট ছাত্রলীগের নেতৃত্বে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম ইউনুস বাঙ্গালী।
টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম মুন্নার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুব মুরশেদ, টেকনাফের উপজেলা চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ সভাপতি নুরুল আলমসহ জেলা ও উপজেলা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।