বুধবার, মার্চ ২২, ২০২৩

বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে

স্মল আর্ট স্কুলের বর্ষ পদার্পণ উৎসব ও ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাহুল মহাজন:

“এসো শিল্পী হই, এসো শিল্পীর পথ ধরে চলি” এই প্রতিপাদ্যে দুই দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হল স্মল আর্ট স্কুলের ১১তম বর্ষ পদার্পণ উৎসব ও ত্রিবার্ষিক সম্মেলন।

শুক্রবার সকালে আই ভি পি রোড এলাকায় জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়। উদ্ধোধনকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক এড. নাছির উদ্দিন আহমেদ বলেন, স্মল আর্ট স্কুলের সাথে যারা আছে, তাদের মতো স্বপ্নবাজ তরুনরা আছে বলেই সাংস্কৃতিক অঙ্গন এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

তরুন প্রজন্মকে সাংস্কৃতিক মনা করে তৈরী করতে স্মল আর্ট স্কুলে বিনা মূল্যে শেখানো হয় চিত্রাংকন, গান, কবিতা, নৃত্য ও আবৃত্তি। যার মধ্য দিয়ে বর্তমান তরুণ প্রজন্মকে বিকৃত মস্তিষ্কের বিভিন্ন কাজের দিকে ধাবিত হওয়া থেকে বিরত রাখা যাবে বলে মনে করছেন স্মল আর্ট স্কুলের প্রতিষ্টাতা সভাপতি জীয়ন্তু রাজু।

উদ্বোধনের পর এক বর্নাঢ্য শোভাযাত্রা বের করে সংগঠনের সদস্যরা। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থালে এসে শেষ হয়।

পরে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্টিত হয়। এতে প্রতিযোগীরা রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলে দেশ, প্রকৃতি ও পরিবেশ।

সন্ধ্যায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। যেখনে স্মল আর্ট স্কুলের বিভিন্ন সংগঠন অংশগ্রহন করে। পুরো সন্ধ্যা তাদের বিভিন্ন পরিবেশনায় এসময় মুখর ছিলো।

এসময় উপস্তিত ছিলেন ওপেনআর্ট আর্ট স্কুলের পরিচালক অরণ্য শর্মা, জেলা উদিচির সাধারণ সম্পাদক ছোটন দাশ, শ্রুতি আবৃত্তি অঙ্গনে সাধারণ সম্পাদক জুয়েল ধর অর্জন সহ অনেকে। শনিবার ত্রিবার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে শেষ হয় এই উৎসব।

 

সর্বশেষ খবর

এমবাপ্পেই ফ্রান্সের অধিনায়ক

টিটিএন ডেস্ক: গুঞ্জনই সত্যি হলো। ফ্রান্সের ইউরো বাছাইয়ে অধিনায়ক হলেন কিলিয়ান এমবাপ্পে। কোচ দিদিয়ের দেশম নতুন অধিনায়ক হিসেবে এই স্ট্রাইকারকে নিশ্চিত করেছেন। বিশ্বকাপ শেষে উগো লরিস...

সৌদিতে রোজা শুরু বৃহস্পতিবার

ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে মঙ্গলবার হিজরি রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসাবে দেশটিতে রমজান মাস শুরু হবে বৃহস্পতিবার। আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের...

চকরিয়ায় ভেজাল ঘি’র কারখানা,আবাসিক হোটেলে অভিযান,জরিমানা ও সিলগালা

  সাইফুল ইসলাম সাইফ: কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালীতে ভেজাল ঘি এর কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) সকালে ফাঁসিয়াখালীর রাজারবিলের একটি বাসায় এ অভিযান চালানো হয়। গোপন...

২৬ মার্চ উপলক্ষে জেলা প্রশাসনের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সায়ন্তন ভট্টাচার্য্য: যতদূরে যাও পাখি,দেখা হবে ফের- স্বাধীন ঐ আকাশটা শেখ মুজিবের'- প্রতিপাদ্যে অনুষ্ঠিত হলো জেলা প্রশাসন,কক্সবাজারের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন...