বুধবার, মার্চ ২২, ২০২৩

বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে

স্থগিত হওয়া সদর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন শনিবার

সিয়াম সোহেল:

৯ বছর পর স্কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন ও কাউন্সিল ১৯ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে । শনিবার সকাল ১১ টায় কক্সবাজার শহরের পৌর প্রিপ্যার‍্যাটরি স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সম্মেলন। এতে প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

ইতোমধ্যে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে সদর উপজেলার বিভিন্ন এলাকা ও সম্মেলনস্থল।

তবে কাউন্সিলর তালিকা নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে দেখা দিয়েছে মতবিরোধ।
এখনো পূর্ণাঙ্গ কাউন্সিলর তালিকা জমা দেয়া হয়নি বলে অভিযোগ করে সভাপতি পদপ্রার্থী ও বর্তমান কমিটির যুগ্ম আহবায়ক টিপু সুলতান বলেন, কাউন্সিলর তালিকা থেকে ত্যাগী নেতাকর্মীদের বাদ দেয়া হয়েছে।

কিন্তু ২৪৫ জনের কাউন্সিলর তালিকা জমা দেয়া হয়েছে জানিয়ে বর্তমান কমিটির আহবায়ক ও সভাপতি পদপ্রার্থী মাহমুদুল করিম মাদু বলেন, প্রতিদ্বন্ধী প্রার্থীরা সম্মেলন বানচাল করতে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন।

কেন্দ্রীয় নেতাদের নির্দেশে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক টিম ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানান দায়িত্ব প্রাপ্ত নেতা এড.তাপস রক্ষিত। বৃহৎ এই সংগঠনে ভুল ত্রুটি থাকবে, এর মধ্যে সবাইকে নিয়েই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা জানান তিনি।

জেলার গুরুত্বপূর্ন এই ইউনিটের কাউন্সিলে উপজেলা, ইউনিয়ন এবং কো-অপশন থেকে ২৪৫ জন প্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়াও সম্মেলনে সাধারণ সম্পাদক পদে বর্তমান যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, এড. সৈয়দ রেজাউর রহমান এবং সদস্য বদিউল আলম প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

প্রার্থীদের প্রত্যাশা সর্বোচ্চ ত্যাগী ও অন্য সরকারের আমলে রোষানলে পড়ে নির্যাতনের স্বীকার হয়েছেন এমন নেতৃত্বই উঠে আসুক এই গুরুত্বপূর্ণ এই ইউনিটে। এদিকে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ঝিলংজা ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিল না হওয়ায় এবং দটি পক্ষে বিভক্ত হয়ে পড়ায় আপাততঃ ১৫ জন করে দুই পক্ষের ৩০ জনকে সদর উপজেলার কাউন্সিলর করা হয়েছে বলে জানা গেছে।

গেলো ২২ সেপ্টেম্বর নির্ধারিত থাকলেও প্রাকৃতিক দূর্যোগের কারনে স্থাগিত করা হয়েছিলো সদর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন।

সর্বশেষ খবর

রমজানে ছুটি মাধ্যমিক স্কুল-কলেজ, প্রাথমিকে ক্লাস ১৫ দিন

টিটিএন ডেস্ক: এবারও পুরো রমজান মাসজুড়েই মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ছুটি থাকবে। তবে রমজানের অর্ধেকটা জুড়ে চলবে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩ বা...

বিমানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান

  সংবাদ বিজ্ঞপ্তি: জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মঙ্গলবার (২১ মার্চ) বিকালে বিমানের প্রধান...

বাংলাদেশ ক্রমবর্ধমান জনসংখ্যার পানি চাহিদা পূরণ করে যাচ্ছে

টিটিএন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০ অর্জনের অগ্রযাত্রায় বাংলাদেশ পানি ব্যবস্থাপনা, স্যানিটেশন, কৃষিকাজ, শিল্পখাত বিবেচনায় রেখে ক্রমবর্ধমান জনসংখ্যার পানি চাহিদা পূরণ করে...

জাতিসংঘে আজ থেকে তিন দিনব্যাপী পানি সম্মেলন

টিটিএন ডেস্ক: আজ বুধবার (২২ মার্চ), যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের প্রধান কার্যালয়ে উদ্বোধন হচ্ছে ‘২০২৩ ওয়াটার কনফারেন্স’। স্থানীয় সময় সকাল ৯টায় জাতিসংঘের প্রধান কার্যালয়ে উদ্বোধন...