মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে

স্কুল ভেঙ্গে মহেশখালীতে ৭ শিক্ষার্থী আহত

কাব্য সৌরভ, মহেশখালী:

মহেশখালীতে প্রবল কাল বৈশাখী ঝড়ে পূর্ব হরিয়ারছড়া বঙ্গবন্ধু বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নামে এক শিক্ষা প্রতিষ্ঠানের আধা-পাকা স্কুল ঘর ভেঙ্গে অন্তত ৭ শিক্ষার্থী আহতের ঘটনা ঘটেছে।

শনিবার (২১ মে ২০২২) সকাল ১০ টায় প্রতিদিনের ন্যায় স্কুলের ক্লাস চলাকালে এই ঘটনা ঘটে। এতে আহত প্রাক প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী মুনতাহার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত বাকি শিক্ষার্থীদের স্থানীয় ভাবে ও মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

২০০৭ সালে প্রতিষ্ঠিত পূর্ব হরিয়ার ছড়া বঙ্গবন্ধু বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নামের ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রহমত উল্লাহ জানান, প্রতিদিনের ন্যায় বিদ্যালয়ে ক্লাস চলাকালে সকালে কালবৈশাখী ঝড়ে স্কুলঘরটি সম্পূর্ণ ভেঙে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, এবং এতে ৭ শিশু শিক্ষার্থী আহত হয়।

এদিকে খবর পেয়ে ক্ষতিগ্রস্ত স্কুলঘরটি পরিদর্শন করেছেন, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন, তিনি স্কুলের সার্বিক চিত্র ঘুরে দেখেন এবং এ নিয়ে পরবর্তী প্রশাসনিক উদ্যোগ নেওয়ার কথা জানান।

এই ঘটনায় মুনতাহা নামের শিক্ষার্থীর মাথায় মারাত্মক আঘাত থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া শিক্ষার্থীদের উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানায় মহেশখালী উপজেলা প্রশাসন সূত্র। মাথায় মারাত্মক ভাবে আঘাত পাওয়া মুনতাহা স্থানীয় হরিয়ার ছড়ার আলম সওদাগরের মেয়ে।

প্রবল কাল বৈশাখী ঝড়ে ভেঙ্গে যাওয়া স্কুলঘরটি পূরণায় মেরামত করে শিক্ষার পরিবেশ সৃষ্টি করার দাবি জানান স্থানীয়রা।

সর্বশেষ খবর

এমবাপ্পেই ফ্রান্সের অধিনায়ক

টিটিএন ডেস্ক: গুঞ্জনই সত্যি হলো। ফ্রান্সের ইউরো বাছাইয়ে অধিনায়ক হলেন কিলিয়ান এমবাপ্পে। কোচ দিদিয়ের দেশম নতুন অধিনায়ক হিসেবে এই স্ট্রাইকারকে নিশ্চিত করেছেন। বিশ্বকাপ শেষে উগো লরিস...

সৌদিতে রোজা শুরু বৃহস্পতিবার

ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে মঙ্গলবার হিজরি রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসাবে দেশটিতে রমজান মাস শুরু হবে বৃহস্পতিবার। আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের...

চকরিয়ায় ভেজাল ঘি’র কারখানা,আবাসিক হোটেলে অভিযান,জরিমানা ও সিলগালা

  সাইফুল ইসলাম সাইফ: কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালীতে ভেজাল ঘি এর কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) সকালে ফাঁসিয়াখালীর রাজারবিলের একটি বাসায় এ অভিযান চালানো হয়। গোপন...

২৬ মার্চ উপলক্ষে জেলা প্রশাসনের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সায়ন্তন ভট্টাচার্য্য: যতদূরে যাও পাখি,দেখা হবে ফের- স্বাধীন ঐ আকাশটা শেখ মুজিবের'- প্রতিপাদ্যে অনুষ্ঠিত হলো জেলা প্রশাসন,কক্সবাজারের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন...