আব্দুর রশিদ মানিকঃ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, সোনাদিয়া সমুদ্র সৈকতের মতো সমুদ্র সৈকত পৃথিবীতে খুব কম আছে। সোনাদিয়ায় ইকো ট্যুরিজমের মাধ্যমে সোনাদিয়াকে চমৎকার পর্যটনস্পটে পরিণত করা হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি শুক্রবার মহেশখালীর সোনাদিয়া দ্বীপ পরিদর্শনকালে উবায়দুল মোকতাদির এসব কথা বলেন। তিনি আরো বলেন, সোনাদিয়ার মানুষ যেন ইকো ট্যুরিজমের পূর্ণাঙ্গ সুবিধা পায় সেদিকে খেয়াল রাখতে হবে বেজাকে।
সংসদীয় স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা জানান, সোনাদিয়ার মানুষের পুনর্বাসনকে গুরুত্ব দিয়ে সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করে তারপর দ্বীপের উন্নয়নে যাবে সরকার।
মহেশখালীর স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, সোনাদিয়ার মানুষকে পুনর্বাসন না করে, তাদেরকে গুরুত্ব না দিয়ে যেন কোন উন্নয়ন করা না হয়।
এর আগে সোনাদিয়ায় এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো আমিনুর রহমান, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমেদ চৌধুরীসহ অনেকে।