তানভীর শিপু :
সী সেইফ লাইফ গার্ড। কক্সবাজার সমুদ্র সৈকতে সমুদ্রস্নানে নেমে পর্যটকদের যেকোনো দুর্ঘটনা থেকে রক্ষা করতে কাজ করে তারা।
সুর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পর্যবেক্ষণে থাকে লাইফ গার্ড কর্মীরা। সৈকতের ১০ টি পয়েন্টে পর্যটকরা গোসল করলেও ৩ টি পয়েন্টে কাজ করে লাইফ গার্ডের কর্মীরা। দুই শিফটে ১৫ জন করে ৩০ জন কর্মী পর্যটকদের এই সেবা দিয়ে থাকে।

৩ টি বেসরকারি উন্নয়ন সংস্থার অর্থায়নে চলা এই কর্মযজ্ঞে একদিকে জনবল সংকট অন্যদিকে এবছর বন্ধ হয়ে যেতে পারে তাদের অর্থায়নও। সী সেইফ লাইফ গার্ডের প্রকল্প কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, জেলা প্রশাসন চাইলে সরকারি ভাবে পর্যটকদের নিরাপত্তায় জনবল বাড়িয়ে এ সেবা চালু রাখতে পারে।
পর্যটকরা বলছেন, সমুদ্রে গোসল নিরাপদ রাখতে লাইফ গার্ড কর্মীদের জনবল আরো বাড়ানো দরকার।
এদিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান জানান, বেসরকারি উন্নয়ন সংস্থার সাথে কথা চলছে, তা নাহলে মন্ত্রণালয়ে যোগাযোগ করে এ সেবা চালু রাখার ব্যবস্থা করা হবে।