বুধবার, মার্চ ২২, ২০২৩

বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে

সৈকতে এশিয়ার বৃহত্তম বর্জ্য দানব!

নিজস্ব প্রতিবেদক:

সূর্যাস্ত বিকেল।সমুদ্র বালুচরে প্লাস্টিক বর্জ্য দিয়ে বানানো ৪২ ফুট উচ্চতার হয়েছে বর্জ্য দানব। সমুদ্রে প্লাস্টিক দূষণ রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ৭ দিনের এই উদ্যোগ বলে জানান আয়োজকেরা।

কক্সবাজার, টেকনাফ, সেন্টমার্টিন থেকে সংগ্রহ করা প্লাস্টিক বর্জ্য নিয়ে বানানো হয়েছে এই বর্জ্য দানব।

বৃহস্পতিবার বিকেলে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।এসময় তিনি বলেন, সমুদ্র কে রক্ষা করতে পারলে রক্ষা হবে প্রকৃতি ও প্রতিবেশ।

 

 

 

বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মানস পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমুদ্র বিকেলের উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী,বীচ ম্যানেজম্যান্ট কমিটির সদস্য রেজাউল করিম, বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক আকরাম হোসেন বক্তব্য রাখেন। এসময় ট্যুরিস্ট পুলিশের সহকারি পুলিশ সুপার চৌধুরী মিজানু্জ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বিভীষণ কান্তি দাশ, সাংবাদিক আব্দুল কুদ্দুস রানা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

৪২ ফুট উচ্চতার এ ভাস্কর্য টি বানানো হয়েছে সৈকতের ৮ টন প্লাস্টিক বর্জ্য দিয়ে। এটা বানাতে সময় লেগেছে ৭ দিন। অন্যদিকে বৃহস্পতিবার থেকে ৭ দিন প্রদর্শনীর পর এ ভাস্কর্যে লাগানো প্লাস্টিক রিসাইকেল করা হবে বলে জানিয়েছেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা।

বিজয় দিবসের প্রাক্কালে সমুদ্র দূষন থেকে রক্ষায় বানানো এ ভাস্কর্য বর্জ্য দিয়ে বানানো এশিয়ার সর্ববৃহৎ ভাস্কর্য বলে দাবী ভাস্কর আবীর কর্মকার। আবীর কর্মকারের সাথে এ ভাস্কর্য তৈরীতে কাজ করেছে শুভ্র,নির্ঝর,সাব্বির, বিপ্লব,উজ্জল।

 

সর্বশেষ খবর

রমজানে ছুটি মাধ্যমিক স্কুল-কলেজ, প্রাথমিকে ক্লাস ১৫ দিন

টিটিএন ডেস্ক: এবারও পুরো রমজান মাসজুড়েই মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ছুটি থাকবে। তবে রমজানের অর্ধেকটা জুড়ে চলবে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩ বা...

বিমানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান

  সংবাদ বিজ্ঞপ্তি: জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মঙ্গলবার (২১ মার্চ) বিকালে বিমানের প্রধান...

বাংলাদেশ ক্রমবর্ধমান জনসংখ্যার পানি চাহিদা পূরণ করে যাচ্ছে

টিটিএন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০ অর্জনের অগ্রযাত্রায় বাংলাদেশ পানি ব্যবস্থাপনা, স্যানিটেশন, কৃষিকাজ, শিল্পখাত বিবেচনায় রেখে ক্রমবর্ধমান জনসংখ্যার পানি চাহিদা পূরণ করে...

জাতিসংঘে আজ থেকে তিন দিনব্যাপী পানি সম্মেলন

টিটিএন ডেস্ক: আজ বুধবার (২২ মার্চ), যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের প্রধান কার্যালয়ে উদ্বোধন হচ্ছে ‘২০২৩ ওয়াটার কনফারেন্স’। স্থানীয় সময় সকাল ৯টায় জাতিসংঘের প্রধান কার্যালয়ে উদ্বোধন...