প্রধান প্রতিবেদক:
কোয়ার্টার ফাইনালে গোল দিয়েছেন, সেমি ফাইনালেও গোল দিবেন, ফাইনালেও জিতবেন বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তবে তিনি এই খেলা জাতীয় নির্বাচনের খেলা বলেও মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপি সুপার ফ্লপ, তারা পাগল হয়ে গেছে, এখন বেপরোয়া আচরণ করছে।
মঙ্গলবার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, দুঃসময়ে যারা দলের জন্য ত্যাগ করেছেন তাদের মূল্যায়ন করতে হবে। বসন্তের কোকিলদের যেনো দলে স্থানে দেয়া না হয়।
দলের নেতাদের সতর্ক করে ওবায়দুল কাদের বলেন, আ’লীগের নেতারা কে কি করেন দেশের মানুষ সব জানে। ক্ষমতায় আছেন বলে মানুষ কিছু বলেনা। দলের নাম ভাঙিয়ে যেনো কেউ অপকর্ম না করে, দলের বদনাম হয় এমন কোনো কাজ যেনো কেউ না করে।
তিনি বলেন, আ’লীগই একমাত্র এদেশে ক্ষমতা হস্তান্তর করেছে শান্তিপূর্ণ ভাবে, যা অন্যকোন দল করেনি।
বক্তব্যের শুরুতে জেলা আওয়ামী লীগের কমিটি কাউন্সিলের মাধ্যমে না হয়ে কেন্দ্র থেকে ঘোষণা করার আশ্বাস দিয়ে ওবায়দুল কাদের বলেন, দলের জাতীয় সম্মেলনের আগে জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে জমা দিতে হবে।
এরআগের সকাল ১১ টায় সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেলসহ অনেকে।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম। সঞ্চালনা করেন মেয়র মুজিবুর রহমান।