বিশেষ প্রতিবেদক:
বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হয়েছে তুরস্কের তৈরি টাইগার মিসাইল সিস্টেম। যা সেনাবাহিনীর আভিযানিক সক্ষমতাকে নতুন মাত্রা দেয়ার পাশাপাশি, ফোর্সেস গোল ২০৩০ অর্জনের লক্ষ্যে বাহিনীর সম্প্রসারন ও আধুনিকায়নে যুগোপযোগী পদক্ষেপ বলে মন্তব্য করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
মঙ্গলবার সকালে কক্সবাজারের শিলখালী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন সংযোজিত টাইগার মিসাইল সিস্টেম এর জাহাজীকরণোত্তর পরিদর্শন ও স্থানীয় প্রশিক্ষণোত্তর ফায়ারিং অবলোকন শেষে সেনাপ্রধান একথা বলেন।
এসময় সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ আরো বলেন, মিসাইল যুক্ত হওয়ার মধ্য দিয়ে সামরিক বাহিনীর মনোবল বৃদ্ধি পেয়েছে।
এছাড়াও সামরিক সক্ষমতা বৃদ্ধি পাওয়া দেশের জনগণের জন্যও গর্বের বলে উল্লেখ করে সেনাপ্রধান।
এসময় আরো উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, চট্টগ্রামের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, এডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. নজরুল ইসলাম, কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. ফখরুল আহসান, সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হকসহ নৌবাহিনী ও সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তারা।