বুধবার, মার্চ ২২, ২০২৩

বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে

সেই শরীফ পেলেন ৮০ হাজার টাকা বেতনের চাকরি

টিটিএন ডেস্ক:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক পদ থেকে চাকরিচ্যুত শরীফ উদ্দিন ৮০ হাজার টাকা বেতনের চাকরি পেয়েছেন।

এ সুখবর জানিয়ে তিনি বলেছেন, ‘একটি বেসরকারি ভেটেরিনারি মেডিসিন ফার্মে হেড অব টেকনোলজিস্ট হিসেবে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ঢাকার কার্যালয়ে যোগদান করবো’।

২০১১ সালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) পাস করেন শরীফ উদ্দিন। এরপর ২০১৪ সালের ১২ অক্টোবর তিনি দুদকে যোগদান করেন। প্রথম তিন বছর ময়মনসিংহ কার্যালয়ে দায়িত্ব পালনের পর ২০১৬ সালের ৭ ডিসেম্বর তাকে চট্টগ্রামে বদলি করা হয়।

শরীফ উদ্দিন বলেন, গণমাধ্যমে তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশের পর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান ফোন করে চাকরি দেওয়ার প্রস্তাব দেন। প্রায় ৩৫টি প্রতিষ্ঠান থেকে চাকরি দিতে আগ্রহ প্রকাশ করা হয়। যেহেতু প্রাতিষ্ঠানিক পড়ালেখা ভেটেরিনারি মেডিসিন নিয়ে, সেহেতু এ সংক্রান্ত প্রতিষ্ঠানেই তিনি চাকরি করতে আগ্রহী হন।

‘দুদকের সেই শরীফকে লাখ টাকার চাকরির অফার’ শিরোনামে গত ১০ নভেম্বর বাংলানিউজে সংবাদ প্রকাশিত হয়।

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মৃত ফজর আলীর ছেলে শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্থানে সমাবেশ হয়। দুদক প্রধান কার্যালয়সহ দেশের সব জেলা কার্যালয়গুলোতে কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেন।

সাড়ে সাত বছরের চাকরিজীবনের প্রথম ছয় বছর দুদকের বার্ষিক গোপনীয় প্রতিবেদনে (এসিআর) শরীফ উদ্দিনকে ‘অতি উত্তম’কর্মকর্তা হিসেবে উল্লেখ করা হয়।

তবে কক্সবাজারে ৭২টি প্রকল্পে সাড়ে ৩ লাখ কোটি টাকার ভূমি অধিগ্রহণে দুর্নীতি, কিছু রোহিঙ্গার এনআইডি ও পাসপোর্ট জালিয়াতি, কর্ণফুলী গ্যাসে অনিয়মসহ বেশকিছু দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি তিনি মামলা করার পর দৃশ্যপট পাল্টে যায়।

চট্টগ্রামে দায়িত্ব পালনের সাড়ে তিন বছরের মাথায় ২০২১ সালের ৩০ জুন শরীফকে পটুয়াখালীতে বদলি করা হয়। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি কোনো কারণ উল্লেখ না করেই তাকে চাকরিচ্যুত করা হয়। ২৭ ফেব্রুয়ারি ওই আদেশ প্রত্যাহারপূর্বক চাকরিতে পুনর্বহালের আবেদন করলেও তার আবেদন কমিশনের কাছে বিবেচিত হয়নি।

চাকরি হারিয়ে গত দেড় মাস ধরে নগরের ষোলশহর রেলস্টেশনের প্ল্যাটফর্মের পাশে বড় ভাইয়ের একটি কনফেকশনারি দোকানে চাকরি করছিলেন তিনি। শরীফকে চাকরিতে পুনর্বহাল চেয়ে হাইকোর্ট রিট করেন এক আইনজীবী।

সূত্র: বাংলা ট্রিবিউন

 

সর্বশেষ খবর

রমজানে ছুটি মাধ্যমিক স্কুল-কলেজ, প্রাথমিকে ক্লাস ১৫ দিন

টিটিএন ডেস্ক: এবারও পুরো রমজান মাসজুড়েই মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ছুটি থাকবে। তবে রমজানের অর্ধেকটা জুড়ে চলবে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩ বা...

বিমানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান

  সংবাদ বিজ্ঞপ্তি: জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মঙ্গলবার (২১ মার্চ) বিকালে বিমানের প্রধান...

বাংলাদেশ ক্রমবর্ধমান জনসংখ্যার পানি চাহিদা পূরণ করে যাচ্ছে

টিটিএন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০ অর্জনের অগ্রযাত্রায় বাংলাদেশ পানি ব্যবস্থাপনা, স্যানিটেশন, কৃষিকাজ, শিল্পখাত বিবেচনায় রেখে ক্রমবর্ধমান জনসংখ্যার পানি চাহিদা পূরণ করে...

জাতিসংঘে আজ থেকে তিন দিনব্যাপী পানি সম্মেলন

টিটিএন ডেস্ক: আজ বুধবার (২২ মার্চ), যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের প্রধান কার্যালয়ে উদ্বোধন হচ্ছে ‘২০২৩ ওয়াটার কনফারেন্স’। স্থানীয় সময় সকাল ৯টায় জাতিসংঘের প্রধান কার্যালয়ে উদ্বোধন...