সানজীদুল আলম সজিব:
আলোচিত মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় তৃতীয় দফায় প্রথমদিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।
প্রথমদিনে চারজন সাক্ষির সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে হাজিরা দিলেও সেখানে ৭ম স্বাক্ষী এবং ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুল হামিদের স্বাক্ষী জেরা শেষ হয়েছে এবং ৮ম ও ৯ম সাক্ষী যথাক্রমে ফিরোজ ও শওকত আলী দুজনকে টেন্ডার করা হয়েছে।
রাষ্ট্র পক্ষের আইনজীবী ফরিদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন,
আসামি পক্ষ যদি ঠিক সময়ে জেরা শেষ করে তাহলে দ্রুত মামলার অগ্রগতি দেখা যাবে।
এদিকে আসামি পক্ষের আইনজীবী রানা দাশগুপ্ত মামলায় উল্লেখিত ঘটনার সাক্ষির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন।
এর আগে সকাল সাড়ে ৯ টায় কড়া পুলিশি প্রহরায় প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয় মামলার অন্যতম আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, লিয়াকত আলীসহ১৫ আসামীকে।