নিজস্ব প্রতিবেদক :
চট্রগ্রাম সাংবাদিক ইউনিয়নের নব-নির্বাচিত সভাপতি তপন চক্রবর্তীকে রামু প্রেস ক্লাব সংবর্ধিত করেছে। শনিবার সন্ধ্যা সাতটায় রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন সংগঠন থেকে তপন চক্রবর্তীকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।
সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। বিশেষ অতিথি কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, বাফুফে সদস্য বিজন বড়ুয়া, আমাদের সময় চট্রগ্রাম ব্যুরো চিফ মোহাম্মদ হামিদুল্লাহ, রামু কলেজের অধ্যক্ষ মুজিবুল হক প্রমুখ।
রামু প্রেস ক্লাবের সভাপতি নীতিশ বড়ুয়া জানান, সিইউজে সভাপতি তপন চক্রবর্তী রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। রামুতেই সাংবাদিকতা শুরু করেন বরেণ্য সাংবাদিক তপন চক্রবর্তী। তার সম্মানে আজকের এই আয়োজন।
এদিকে সংবর্ধনা অনুষ্টান শেষে রামুর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের খুদে শিল্পীরা নৃত্য, গান, আবৃত্তি পরিবেশন করেন।
জানা গেছে, সংবর্ধিত চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) সভাপতি তপন চক্রবর্তী বর্তমানে দেশের শীর্ষস্থানীয় অনলাইন গণমাধ্যম বাংলানিউজ২৪ এর ডেপুটি এডিটর হিসেবে কাজ করছেন। তিনি রামু উপজেলার ফঁতেখারকুল ইউনিয়নের শ্রীকুল গ্রামের সন্তান।