নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ায় অনুষ্ঠিত হয়েছে সামাজিক সম্প্রীতি রক্ষায় তরুণদের অংশগ্রহণ ও ভূমিকা শীর্ষক যুব সম্মেলন।
শনিবার (১৯ নভেম্বর) সকালে, উপজেলা সদরের পাতাবাড়ী খেলার মাঠ প্রাঙ্গণে যুক্তরাষ্ট্র সরকার পরিচালিত উন্নয়ন সংস্থা ইউ. এস. এ আই ডি (United States Agency for International Development or USAID) এর অর্থায়নে ‘সামাজিক সম্প্রীতি ও তরুণদের ক্ষমতায়ন কর্মসূচি’ (YESC) প্রকল্পের আওতায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
উন্নয়ন সংস্থা টিডিএইচ এর নেতৃত্বে ভিএসও এর কারিগরি সহায়তায় সুশীলন কতৃক বাস্তবায়িত প্রকল্পটির কর্ম এলাকা উপজেলার দুটি ইউনিয়ন রাজাপালং ও রত্নাপালং এর তিন শতাধিক যুব প্রতিনিধি দিনব্যাপী সম্মেলনে অংশ নেন।
সরকারী, বেসরকারী ও প্রাইভেট সেক্টরের সাথে নেটওয়ার্কিং তৈরির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচির সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।
বক্তব্যে তিনি বলেন, “তরুণেরা সমাজের শক্তি, অটুট সামাজিক সম্প্রীতি নিশ্চিত করতে তাদের ভূমিকা অনস্বীকার্য। পাশাপাশি দক্ষ তরুণ জনগোষ্ঠী দেশের অগ্রগতিতে অনন্য অবদান রাখছে।”
সম্মেলনে নিজেদের সাফল্য গাথা তুলে ধরেন বিভিন্ন ক্ষেত্রে কাজ করা তরুণেরা।
রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা আইয়ুব আলী, টিডিএইচ এর ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জাহেদুর মোহাম্মদ রহমান, কর্মসূচি পরিচালক আবু বকর সিদ্দিক, ভিএসও এর কর্মকর্তা দুলাল চন্দ্র বিশ্বাস এ সময় বক্তব্য রাখেন।
এ ছাড়া বিভিন্ন সরকারি -বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে শেষ হয় এই যুব সমাবেশ।