বুধবার, মার্চ ২২, ২০২৩

বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে

সাবরাং সিকদার পাড়ার রাশেল আটক

প্রতিনিধি:

টেকনাফে মাদক মামলার পলাতক আসামি রাশেলকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটককৃত মাদক কারবারি হল, টেকনাফের সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া এলাকার মৌলভী আব্দুল গফুরের ছেলে মোঃ রাশেল(৩২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোন এর সহকারী পরিচালক সিরাজুল মোস্তফার বলেন, বুধবার ভোররাতে গোপন সংবাদের জানতে পারে মাদক মামলার পলাতক আসামি ইয়াবা গডফাদার মোঃ রাসেলকে তার বোন জামাই ছোট হাবির পাড়া এলাকার সৌদি প্রবাসী শামসুল আলমের বাড়িতে আত্মগোপনে রয়েছে।

এমন সংবাদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের একটি বিশেষ টিম শামসুল আলমের বাড়ি ঘেরাও করে তার বসত ঘরে প্রবেশ করে পলাতক আসামি মো রাসেলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

তিনি বলেন, আটক মাদক কারবারি রাশেলকে কক্সবাজারের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, গোপন সংবাদে জানতে পারে কতিপয় রোহিঙ্গা ও বাংলাদেশী নাগরিক ফিশিং ট্রলারে করে একটিমাদককের চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। গত ২১ মার্চ স্পিডবোট যোগে বঙ্গোপসাগরের মৌলভির শীল এলাকায় অবস্থান করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিষেষ টিম। গত ২২ মার্চ রাতে সেন্ট মার্টিনের পূর্ব উপকূলের দিকে আসার চেষ্টা করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তাদের ধাওয়া করে।

এসময় ফিশিং ট্রলারে থাকা মাদক পাচারকারীরা ট্রলারটি ফেলে উপকূলের দিকে পালিয়ে যায়। ট্রলারটি তল্লাশি করে উদ্ধার করা হয় ১লাখ পিস ইয়াবা ও ১ কেজি আইস জব্দ করা হয়।

সর্বশেষ খবর

বাংলাদেশ ক্রমবর্ধমান জনসংখ্যার পানি চাহিদা পূরণ করে যাচ্ছে

টিটিএন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০ অর্জনের অগ্রযাত্রায় বাংলাদেশ পানি ব্যবস্থাপনা, স্যানিটেশন, কৃষিকাজ, শিল্পখাত বিবেচনায় রেখে ক্রমবর্ধমান জনসংখ্যার পানি চাহিদা পূরণ করে...

জাতিসংঘে আজ থেকে তিন দিনব্যাপী পানি সম্মেলন

টিটিএন ডেস্ক: আজ বুধবার (২২ মার্চ), যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের প্রধান কার্যালয়ে উদ্বোধন হচ্ছে ‘২০২৩ ওয়াটার কনফারেন্স’। স্থানীয় সময় সকাল ৯টায় জাতিসংঘের প্রধান কার্যালয়ে উদ্বোধন...

জালালাবাদে স্বামীর দোষে স্ত্রী- দুগ্ধপোষ্য শিশু আটকঃ নাটকীয় কায়দায় মামলা

শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নে তুচ্ছ ঘটনার জেরে দুই প্রতিবেশীর মধ্যে ঘটে যাওয়া ছুরিকাঘাতের ঘটনায় জড়িত ব্যক্তিকে না পেয়ে তার স্ত্রী,...

এমবাপ্পেই ফ্রান্সের অধিনায়ক

টিটিএন ডেস্ক: গুঞ্জনই সত্যি হলো। ফ্রান্সের ইউরো বাছাইয়ে অধিনায়ক হলেন কিলিয়ান এমবাপ্পে। কোচ দিদিয়ের দেশম নতুন অধিনায়ক হিসেবে এই স্ট্রাইকারকে নিশ্চিত করেছেন। বিশ্বকাপ শেষে উগো লরিস...