প্রতিনিধি:
টেকনাফে মাদক মামলার পলাতক আসামি রাশেলকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককৃত মাদক কারবারি হল, টেকনাফের সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া এলাকার মৌলভী আব্দুল গফুরের ছেলে মোঃ রাশেল(৩২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোন এর সহকারী পরিচালক সিরাজুল মোস্তফার বলেন, বুধবার ভোররাতে গোপন সংবাদের জানতে পারে মাদক মামলার পলাতক আসামি ইয়াবা গডফাদার মোঃ রাসেলকে তার বোন জামাই ছোট হাবির পাড়া এলাকার সৌদি প্রবাসী শামসুল আলমের বাড়িতে আত্মগোপনে রয়েছে।
এমন সংবাদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের একটি বিশেষ টিম শামসুল আলমের বাড়ি ঘেরাও করে তার বসত ঘরে প্রবেশ করে পলাতক আসামি মো রাসেলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।
তিনি বলেন, আটক মাদক কারবারি রাশেলকে কক্সবাজারের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গোপন সংবাদে জানতে পারে কতিপয় রোহিঙ্গা ও বাংলাদেশী নাগরিক ফিশিং ট্রলারে করে একটিমাদককের চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। গত ২১ মার্চ স্পিডবোট যোগে বঙ্গোপসাগরের মৌলভির শীল এলাকায় অবস্থান করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিষেষ টিম। গত ২২ মার্চ রাতে সেন্ট মার্টিনের পূর্ব উপকূলের দিকে আসার চেষ্টা করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তাদের ধাওয়া করে।
এসময় ফিশিং ট্রলারে থাকা মাদক পাচারকারীরা ট্রলারটি ফেলে উপকূলের দিকে পালিয়ে যায়। ট্রলারটি তল্লাশি করে উদ্ধার করা হয় ১লাখ পিস ইয়াবা ও ১ কেজি আইস জব্দ করা হয়।