শাহেদ হোছাইন মুবিন :
পড়ন্ত বিকেলে দক্ষিনের সমুদ্রে উত্তরের হাওয়া। কয়েকশো মুষ্ঠিবদ্ধ হাত সেই সমুদ্রকে সামনে রেখে অপরাজেয় যোদ্ধারা শপথ নিচ্ছে জলবায়ু বিপর্যয় থেকে ধরিত্রী কে রক্ষার।
রোববার কক্সবাজার দরিয়া নগর পয়েন্টে অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ রচিত এ শপথ পাঠ করান দেশের খ্যাতনামা কার্টুনিস্ট মোরশেদ মিশু। যেখানে উচ্চারিত হয়েছে পুনর্ব্যবহারযোগ্য জ্বালানী ব্যবহারের মাধ্যমে খাদ্যের অপচয় ও প্লাস্টিকের ব্যবহার রোধ করে পৃথিবীকে দারিদ্র্য ও দূষনমুক্ত করার অঙ্গীকার।
আয়োজকেরা বলছেন, শুধু কক্সবাজার নয় এ উদ্যোগ ছড়িয়ে দেয়া হবে সারাদেশে।
অংশগ্রহণকারী তরুণরা বলছেন আগে নিজেরাই সচেতন হয়ে নিজেরাই যদি দায়িত্ব নিই, তবেই পরিবেশ ও জলবায়ুর প্রতি দায়িত্বশীল মনোভাব তৈরি করা সম্ভব। প্রকৃতিকে সুস্থ এবং পৃথিবীর কার্বন নিঃসরণ কমিয়ে সুস্থ, সুনীল ও বাসযোগ্য ধরিত্রী গড়ে তুলবার আহবান জানান তারা।
সাউথ ক্লাইমেট কনক্লেভ-বাংলাদেশ চ্যাপ্টারের আয়োজনে তিনদিন ব্যাপী জলবায়ু সম্মেলন শেষ হয় শপথের মধ্যে দিয়ে। সম্মেলনে কার্বন নিঃসরণ কমিয়ে সুস্থ, সুনীল ও বাসযোগ্য ধরিত্রী গড়ে তোলার প্রত্যয়ে এখানে জড়ো হয়েছেন বিদেশি এবং দেশের শতাধিক জলবায়ুকর্মী, কক্সবাজার স্থানীয় প্রশাসন প্রতিনিধি, আদিবাসী সম্প্রদায়, জেলে সম্প্রদায়, কর্মজীবী নারী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার সাধারণ মানুষ।