মুরাদ মাহমুদ চৌধুরী:
বাংলাদেশের দুশতাধিক মেয়রদের অংশগ্রহনে মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর সাধারণ সভা ও টেকসই নগর বিষয়ক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে কক্সবাজারের একটি তারকামানের হোটেলে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, “প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে যেমন স্মার্ট নাগরিক হতে হবে, তেমনি প্রতিষ্ঠানগুলোকেও স্মার্ট হতে হবে।”
ম্যাবের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ খালিদ হোসাইবের সঞ্চালনায় অনুষ্ঠিত আয়োজনের উদ্ভোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। এসময় তিনি বলেন,“প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের লক্ষ্য পূরণ পৌরসভার মেয়র,কাউন্সিলর ও কর্মকর্তাদের কেবল কর্তব্যই নয়, এটি সমগ্র বাংলাদেশের সকল পৌরবাসীর অধিকার।”
সভায় বাংলাদেশের ৩২৯টি পৌরসভার সার্বিক কর্মকান্ডকে আরো গতিশীল করতে ঠেকসই নগর উন্নয়ন পরিকল্পনা, নাগরিক সুবিধা বৃদ্ধি, পৌরসভার বাজেট বৃদ্ধি সহ নানা যৌক্তিক দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করার কথা জানিয়েছেন ম্যাবের সভাপতি দেওয়ান কামাল আহমেদ।
এসময় ম্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি আজমত উল্লাহ খান, সভাপতি সহ সভাপতি ও কক্সবাজারের পৌর মেয়র মুজিবুর রহমানসহ দেশের বিভিন্ন পৌরসভার মেয়র ও ম্যাবের নেতৃবৃন্দ ও অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন।
সভার ২য় অধিবেশনে ম্যাবের সভাপতি/সাধারণ সম্পাদক ও সহ সভাপতি পদে আগামী ৩ বছরের জন্য বর্তমান পদধারীদের পুনঃবহাল রাখা হয়।
দুইদিন ব্যাপী টেকসই নগর উন্নয়ন বিষয়ক এই আয়োজনের মধ্যে ছিলো কর্মশালা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ম্যাবের সাধারণ সভা।