নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পরিবেশ আন্দোলন কক্সবাজার জেলা, সদর ও পৌরসভা কমিটির যৌথ সাংগঠনিক সভায় বক্তারা বলেছেন, সমুদ্র বন ও পরিবেশ রক্ষা করা আমাদের নৈতিক এবং সাংবিধানিক দায়িত্ব। এই সম্পদ নষ্ট করতে দেওয়া যাবে না। আমরা সরকারের বিরুদ্ধে নই, পরিবেশ প্রতিবেশ রক্ষার পক্ষে। পরিবেশ রক্ষার আন্দোলনে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করার পরামর্শ দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
কক্সবাজারের বন-পাহাড়, নদী ও সাগর রক্ষার প্রত্যয়ে সোমবার রাতে কক্সবাজার জেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
বাপা জেলা কমিটির সভাপতি প্রবীণ সাংবাদিক ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নদী রক্ষা কমিশনের সদস্য শারমীন মোরশেদ, বাপা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ জামিল, সদস্য আলমগীর কবির। এছাড়াও ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাপা কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাড. সুলতানা কামাল ও সহসভাপতি আব্দুল মতিন।
সভায় বক্তব্য রাখেন বাপা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এইচএম নজরুল ইসলাম, সহসভাপতি মানবাধিকার কর্মী অ্যাড. আব্দুল শুক্কুর, নুরুল আমিন ছিদ্দিকী ও ফরিদুল আলম শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সহ অনেকে। সাংগঠনিক তিন ইউনিটের নির্বাহী কমিটির সকলে উপস্থিত ছিলেন।