মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে

সম্মাননা পেলেন কক্সবাজারের সফল নারী উদ্যোক্তারা

 

জেসমিন আকতার জেসিয়া:

কক্সবাজারের সফল নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করেছে নারী উদ্যোক্তাদের অন্যতম সংগঠন ‘গ্লোরিয়াস ওমেন এন্টারপ্রেনার্স অব বাংলাদেশ’। শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের তারকামানের একটি হোটেলে বিভিন্ন ক্যাটাগরিতে সফল উদ্যোক্তাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়।

বর্ষসেরা উদ্যোক্তা- গ্লোরিয়াস ওমেন এন্টারপ্রেনার্স অব বাংলাদেশ ২০২২-২০২৩ নির্বাচিত হয়েছেন কায়রা’স ফিউশন এর স্বত্বাধিকারী নাসরিন সুলতানা এ্যানি। এ ছাড়াও বর্ষসেরা উদ্যোক্তা (কক্সবাজার) নির্বাচিত হয়েছেন পোশাক এর স্বত্বাধিকারী শাহানা চুমকি; বর্ষসেরা নবীন উদ্যোক্তা- গ্লোরিয়াস ওমেন এন্টারপ্রেনার্স অব বাংলাদেশ নির্বাচিত হয়েছেন কুকিস এর স্বত্বাধিকারী তাসনোবা করিম; বর্ষসেরা সফল নবীন উদ্যোক্তা-গ্লোরিয়াস ওমেন এন্টারপ্রেনার্স অব বাংলাদেশ নির্বাচিত হয়েছেন পিউর এর স্বত্বাধিকারী মোর্শেদা ডলি। বেস্ট সেইলর নির্বাচিত হয়েছেন হেমা বুটিকস এর স্বত্বাধিকারী হেমা বড়ুয়া এবং বর্ষসেরা রাধুনি রসনা বিলাস ট্রাস্ট্রের ফাইজা জাফর।

এ ছাড়াও আয়েশা সিদ্দিকা কুসুম (স্বত্বাধিকারী, বিউটিফুল লেডিস অনলাইন শপ), রিজুয়ানা কবির চৌধুরী রিমা (স্বত্বাধিকারী, রিমা’স ফুড ক্রিয়েশন), রিয়া চৌধুরী (স্বত্বাধিকারী, রিয়া কসমেটিকস), ইয়াসমিন আক্তার (স্বত্বাধিকারী, তাওয়াজ্জু বুটিকস), রওনক আরা (স্বত্বাধিকারী, রওনক কুক’স আর্ট), ইফরাত ইরা (স্বত্বাধিকারী, কায়নাত’স স্পার্কাল মেকওভার স্টুডিও), তাসনোবা করিম (স্বত্বাধিকারী, কুকিজ), তাজরিয়ান পারুল (স্বত্বাধিকারী, তাজরিয়ান ফ্যাশন অ্যান্ড ডিজাইন), সেলিনা হক (স্বত্বাধিকারী, স্বপ্নের সিড়ি), রাহেলা সিদ্দিকী খুশবুকে (স্বত্বাধিকারী, বেকারী হেভেন) বিশেষ সম্মাননা প্রধান করা হয়েছে।

আজীবন সম্মাননা দেয়া সংরক্ষিত আসনের এমপি কানিজ ফাতেমা ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরোয়ার কাবেরীকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোরিয়াস ওমেন এন্টারপ্রেনার্স অব বাংলাদেশ এর নির্বাহী পরিচালক শাহরীন জাহান ইফতা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরোয়ার কাবেরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি আবু মোর্দেশ চৌধুরী খোকা ও জাকিয়া সুলতানা আলো।

সর্বশেষ খবর

সৌদিতে রোজা শুরু বৃহস্পতিবার

ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে মঙ্গলবার হিজরি রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসাবে দেশটিতে রমজান মাস শুরু হবে বৃহস্পতিবার। আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের...

চকরিয়ায় ভেজাল ঘি’র কারখানা,আবাসিক হোটেলে অভিযান,জরিমানা ও সিলগালা

  সাইফুল ইসলাম সাইফ: কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালীতে ভেজাল ঘি এর কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) সকালে ফাঁসিয়াখালীর রাজারবিলের একটি বাসায় এ অভিযান চালানো হয়। গোপন...

২৬ মার্চ উপলক্ষে জেলা প্রশাসনের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সায়ন্তন ভট্টাচার্য্য: যতদূরে যাও পাখি,দেখা হবে ফের- স্বাধীন ঐ আকাশটা শেখ মুজিবের'- প্রতিপাদ্যে অনুষ্ঠিত হলো জেলা প্রশাসন,কক্সবাজারের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন...

নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র আয়োজনে ১৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

হাফিজুল ইসলাম চৌধুরী : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, নগদ অর্থ ও পুরস্কার প্রদান করেছে ১১ বিজিবি। সংবর্ধিত ১৮ শিক্ষার্থী বিজিবি কর্তৃক পরিচালিত নাইক্ষ্যংছড়ি বর্ডার...