বুধবার, মার্চ ২২, ২০২৩

বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে

সমুূদ্র সৈকতে ভেসে এসেছে ঝাঁকে ঝাঁকে মাছ, খালি হাতে ফেরেনি কেউ

রাহুল মহাজন:

এবার কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসছে ঝাঁকে ঝাঁকে মাছ। ছোট আকারের বিভিন্ন প্রজাতির এসব মাছ সবই মৃত।সৈকতের লাবনী পয়েন্ট থেকে শৈবাল পয়েন্ট পর্যন্ত মাছে মাছে ছেয়ে গেছে।

বৃহস্পতিবার সকাল থেকে জোয়ারের তোড়ে এসব মরা মাছ কূলে ভেসে আসে।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট এর প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার হাসিবুল ইসলাম জানান, বিষয়টি তারা ক্ষতিয়ে দেখছেন। তাই শুরুতে মন্তব্য করতে চাননা।

জেলেরা জানান, সকালে কূলের কাছেই দুটি বোট জাল বসিয়ে মাছ ধরছিলেন। মাছের বড় একটি ঝাঁক এসে জাল ছিঁড়ে ফেলে। পরে জালসহ কূলে ভেসে আসে ঝাঁকে ঝাঁকে ছোটো আকারের মাছ।

এদিকে এই মৃত মাছ দেখতে ও কুড়াতে উৎসুক জনতার ভিড় নামে সৈকতে।

জাফর আলম নামে এক ব্যবসায়ী জানান, তিনি এই প্রথম টাকা ছাড়া মাছ কুড়িয়ে নিয়ে গিয়ে ৩৫ হাজার টাকার বিক্রি করেন। এতে তিনি বেশ লাভবান হয়েছেন। এছাড়াও যারা মাছ নেয়ার আশায় গেছেন, তারা কেউ খালি হাতে ফেরেননি। কেউবা বস্তা করে আবার কেউবা পলিথিন ব্যাগে করে মাছ সংগ্রহ করেছেন।

স্থানীয়রা জানান, প্রজনন মৌসুমে সাগরে মাছ ধরা নিষিদ্ধ থাকায় প্রচুর মাছের উৎপাদন হয়েছে যা ফলস্বরূপ এমন অবস্থা।

সপ্তাহখানেক আগে সাগরে ভেসে এসেছিলো অসংখ্য জেলেফিশ। এর আগে সমুদ্র সৈকতে থেকে ভেসে এসেছিল কয়েকটি মৃত তিমি এবং কয়েক হাজার টন বর্জ্য।

সর্বশেষ খবর

রমজানে ছুটি মাধ্যমিক স্কুল-কলেজ, প্রাথমিকে ক্লাস ১৫ দিন

টিটিএন ডেস্ক: এবারও পুরো রমজান মাসজুড়েই মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ছুটি থাকবে। তবে রমজানের অর্ধেকটা জুড়ে চলবে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩ বা...

বিমানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান

  সংবাদ বিজ্ঞপ্তি: জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মঙ্গলবার (২১ মার্চ) বিকালে বিমানের প্রধান...

বাংলাদেশ ক্রমবর্ধমান জনসংখ্যার পানি চাহিদা পূরণ করে যাচ্ছে

টিটিএন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০ অর্জনের অগ্রযাত্রায় বাংলাদেশ পানি ব্যবস্থাপনা, স্যানিটেশন, কৃষিকাজ, শিল্পখাত বিবেচনায় রেখে ক্রমবর্ধমান জনসংখ্যার পানি চাহিদা পূরণ করে...

জাতিসংঘে আজ থেকে তিন দিনব্যাপী পানি সম্মেলন

টিটিএন ডেস্ক: আজ বুধবার (২২ মার্চ), যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের প্রধান কার্যালয়ে উদ্বোধন হচ্ছে ‘২০২৩ ওয়াটার কনফারেন্স’। স্থানীয় সময় সকাল ৯টায় জাতিসংঘের প্রধান কার্যালয়ে উদ্বোধন...