সানজিদুল আলম সজীব:
পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, পানি উন্নয়ন বোর্ড কক্সবাজারে ৮ হাজার ৮শ ৫৯ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। যা অনুমোদনের অপেক্ষায় আছে। ইতোমধ্যে পাউবো ৭০৯ কোটির টাকার কাজ শেষ করেছে, এবং বর্তমানে ৪০০ কোটি টাকার কাজ চলমান আছে।
তিনি আজ কক্সবাজারে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। এসময় তিনি বলেন, সমুদ্র ও উপকূলীয় এলাকায় ভাঙ্গন রোধে বর্ষার আগেই নেয়া হবে ব্যবস্থা।
এসময় মন্ত্রী কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড মিলনায়তনে পাউবোর কর্মকর্তাদের সাথে বৈঠকে মিলিত হন। পাউবোর দক্ষিন পূর্বাঞ্চলীয় প্রধান প্রকৌশলী শীবেন্দু খাস্তগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক,কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহ প্রকৌশলী ড. তানজীল সাইফ আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ানসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী সকালে কক্সবাজার সমুদ্র সৈকতে ভাঙ্গন কবলিত কবিতা চত্বর, লাবনী পয়েন্টেসহ কয়েকটি স্থানে পানি উন্নয়ন বোর্ডের অধীনে নির্মিত অস্থায়ী প্রতিরক্ষা বাঁধ পরিদর্শন করেন। এসময় কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানসহ পদস্থ সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।