সাইফুল ইসলাম সাইফ, চকরিয়া :
মাদকদ্রব্য উদ্ধারে জেলার প্রথম অফিসার হয়েছে মাদক চোরাকারবারিদের জন্য আতঙ্ক
চকরিয়া থানার সাব-ইন্সিপেক্টর কামরুল ইসলাম।
রবিবার (২২) জানুয়ারি সকালে কক্সবাজার জেলা পুলিশ সুপারের কনফারেন্স হলরুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ সম্মাননা দেওয়া হয়।সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মো:মাহফুজুল ইসলাম।
জেলা পুলিশ সূত্রে জানাগেছে,
২০২২ সালের ও চলতি মাসের পারফরমেন্স এবং সার্বিক বিবেচনায় করে চকরিয়া থানার সাব-ইন্সিপেক্টর কামরুল ইসলাম’কে সব্বোর্চ মাদক উদ্ধারকারী অফিসার হিসাবে নির্বাচিত করা হয়েছে।
এদিকে এসআই কামরুলের নেতৃত্বে গত ২ ডিসেম্বর ২০২২ সালে চকরিয়াস্থ মহাসড়কের হাসের দিঘি এলাকা থেকে ৪৮০০ পিস ইয়াবা সহ দুইজন মাদক বিক্রেতাকে আটক করেছে। চলতি মাসের ৯ জানুয়ারি ডুলাহাজারা রিংভং চেকপোস্টে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় মাটি কাটার কোদালের হাতলের অভ্যন্তরে ঢুকিয়ে নিয়ে যাওয়ার সময় ১৭৫০ পিস ইয়াবা সহ ১জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। ১১ জানুয়ারি একই স্থান থেকে ৭ হাজার ৬’শ পিস ইয়াবা ১জনকে গ্রেপ্তার করা হয়।এছাড়াও ওয়ারেন্ট সহ আইন শৃঙ্খলা রক্ষায় নানা ভূমিকা রাখে এ কর্মকর্তা।
সম্মাননা হস্তাস্তর অনুষ্ঠানে (পিবিআই) কক্সবাজার জেলা পুলিশ সুপার মো:সরোয়ার আলম,
অতিরিক্ত পুলিশ সুপার মো:রফিকুল আলম,অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া সার্কেল মো:শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার( ডিএসবি) মো:জসিম উদ্দীন চৌধুরী,অতিরিক্ত পুলিশ (ক্রাইম অ্যান্ড আপস,) সুপার অলক বিশ্বাস,অতিরিক্ত পুলিশ সুপার কক্সবাজার সদর সার্কেল মো:মিজানুর রহমান,সহকারী পুলিশ ও চকরিয়া সদর সার্কেল মো:তৌফিকুল আলম,চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী সহ জেলার ৮টি থানার অফিসার ইনচার্জ ও পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ সফলতার বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার সাব-ইন্সিপেক্টর কামরুল ইসলাম বলেন,চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী স্যার মাদক,বাল্য বিবাহ, জঙ্গীবাদ,ইভটিজিং নির্মুলে চকরিয়া থানার প্রতিটি অফিসারকে নির্দেশ দিয়েছেন। আলাদাভাবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।তিনি অত্যন্ত বিচক্ষন এক ব্যক্তি।তার নির্দেশনায় মাদক উদ্ধার সম্ভব হচ্ছে। অন্য দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।চকরিয়াতে মাদক বিরোধী এ অভিযান চালিয়ে তারাই বাস্তবায়ন করছেন। পুলিশের এ কর্মকর্তা আগামীতেও ভাল কিছু করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।