তানভীর শিপু:
কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসক ও এক জনপ্রতিনিধির মধ্যে পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে। এই নিয়ে দুই পক্ষই মানববন্ধন করেছে।
সকাল ১১ টায় কক্সবাজার সদর হাসপাতালের প্রাঙ্গণে এক নারী চিকিৎসকের উপর হামলার অভিযোগ এনে এর প্রতিবাদে বিক্ষোভ করে কর্তব্যরত চিকিৎসকরা।
পরে বিকেল তিনটায় চিকিৎসক কর্তৃক পালটা হামলার অভিযোগ এনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করে উখিয়া উপজেলার নারী ভাইস চেয়ারম্যান কামরুন্নেসা বেবী।
এ সময় তিনি, তার উপর হামলাকারী নারী চিকিৎসককে হাসপাতাল থেকে বিতাড়িত করার দাবী জানান।
এর আগে চিকিৎসকরা এ ঘটনায় আগামী ২৪ ঘন্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা না নিলে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেন।
সম্প্রতি কক্সবাজার পৌরসভার কাউন্সিলর সালাউদ্দিন সেতুও সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে চিকিৎসা না পাওয়ার অভিযোগ তোলেন, তিনিও চিকিৎসক কর্তৃক লাঞ্চিত হয়েছিলেন বলে দাবী করেন।
কক্সবাজার সদর হাসপাতালে একেরপর এক এমন ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন সাধারণ মানুষ। তারা এর দ্রুত সমাধান চান।