প্রেস বিজ্ঞপ্তি :
সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কক্সবাজার জেলা সংসদের আবৃত্তির বিভাগের সদস্যদের একক আবৃত্তি চর্চার মানোন্নয়নের লক্ষ্যে ত্রৈমাসিক আবৃত্তি অনুষ্ঠান ‘আমি মুক্ত জীবননান্দ’ ২য় আবর্তন ২০ জানুয়ারি বিকাল ৪টায় প্রিপ্যারাটরী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সহ সাধারণ সম্পাদক ও প্রশিক্ষক সায়ন্তন ভট্টাচার্য্যর স্বাগত কথনের মধ্যে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সভাপতি মো: খোরশেদ আলম, সহ সভাপতি সুর্পনা দেব, সাধারণ সম্পাদক মনির মোবারক, সহ সাধারণ সম্পাদক কাজী তামজিদ পাশা, সদস্য জয়নাব রহমান জুঁই।
অভিভাববকদের মধ্যে মতামত ব্যক্ত করেন, নেভী বড়ুয়া, জয়ন্তী মজুমদার, সজল দাশ, গোমাতলী হাইস্কুলের শিক্ষক নজরুল ইসলাম।
অনুষ্ঠানে আবৃত্তি করেন আয়ুশী দেব, কর্ণজিৎ শর্মা প্রথম, রূপকথা শর্মা, সুপর্না ধর, প্রান্তিলা বড়ুয়া, জয়নাব রহমান, সায়ন্তী ভট্টাচার্য্য, খোরশেদ আলম। বৃন্দ আবৃত্তিতে ছিলেন, আয়ুশী, প্রান্তিলা,প্রথম, সুর্পনা ও রূপকথা। পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংগঠন বিভাগের সদস্য স্বরূপ চক্রবর্তী।