নিজস্ব প্রতিবেদক :
জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসায় ইনচার্জ হিসেবে মনোনীত হয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী। ৮ আগষ্ট সোমবার কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক পর্যালোচনা সভায় অপরাধ দমন, আইন শৃংখলা পরিস্থতি নিয়ন্ত্রন ও মাদক উদ্ধারসহ সার্বিক কার্যক্রমের নিরিখে জুলাই মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে শেখ মোহাম্মদ আলী কে মনোনীত করা হয়।
সভায় বিদায়ী পুকিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান (সদ্য পদোন্নতি প্রাপ্ত এডিশনাল ডিআইজি)সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় শেখ মোহাম্মদ আলীর হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।
উল্লেখ্য যে, ইয়াবা সম্রাট নামে খ্যাত রোহিঙ্গা শফিউল্লাহকে গত ৩ জুলাই উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী গ্রেফতার করেন। উদ্ধার হয় ২০ হাজার পিস ইয়াবা। শফিউল্লাহ প্রতিমাসে ৩০ থেকে ৪০ লক্ষ পিস ইয়াবা মিয়ানমার থেকে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প এনে সেখান থেকে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে বলে পুলিশের কাছে স্বীকার করেন।