রাহুল মহাজন :
বাংলাদেশ কখনই শ্রীলংকা হবে না, কেননা বাংলাদেশের রিজার্ভ পৃথিবীর ১০০ টি দেশের বেশী। কিছু রাজনৈতিক দলের দায়িত্বশীলরা অপপ্রচার চালাচ্ছে দেশের বিরুদ্ধে, তাদের প্রতিহত করতে হবে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ।
শুক্রবার বিকেলে কক্সবাজার শহরের গোলদীঘির পাড়ে জন্মাষ্টমীর শোভাযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের স্বপন পালের সভাপতিত্বে প্রিয়তোষ শর্মা চন্দনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন শ্রীমান রাধা গোবিন্দ দাস ব্রক্ষচারী।
এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মামুনুর রশীদ, পুলিশ সুপার হাসানুজ্জামান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এডভোকেট রণজিত দাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর,জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বেন্টু দাশসহ অন্যান্যরা।
৫ হাজার বছরেরও বেশি আগে জম্ম নিয়েছিল ভগবান শ্রী কৃষ্ণ। শুক্ল পক্ষের অষ্টমি তিথি ছিল সেই দিনটি। সেই জন্মাষ্টমীকে ঘিরে হাজার হাজার বক্তের বন্দনাসহকারে অনুষ্ঠিত হয় মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি গোলদীঘির পাড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঘোনারপাড়া কৃষ্ণানন্দ ধামে গিয়ে শেষ হয়।