টিটিএন ডেস্ক :
শ্রাবস্তী রায় (উপসচিব) কক্সবাজার জেলা পরিষদের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসাবে যোগদান করেছেন। গত ৬ এপ্রিল তিনি কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা’র কার্যভার গ্রহণ করেন। এর আগে শ্রাবস্তী রায় কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে ছিলেন।
কক্সবাজার জেলা পরিষদের হিসাব রক্ষক মোহাম্মদ আবদুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শ্রাবস্তী রায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (ডিডিএলজি) হিসাবে দায়িত্ব পালন করেছেন। গত ২৯ মার্চ ৫০৫ নম্বর স্মারকে স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখার উপসচিব একেএম মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শ্রাবস্তী রায় (১৫৭৬৬) কে কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে নিয়োগ প্রদান করা হয়। শ্রাবস্তী রায় বিসিএস (প্রশাসন) ২৪ তম ব্যাচের একজন কৃতি সদস্য।
শ্রাবস্তী রায় কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগ দেওয়াতে জেলা প্রশাসকের কার্যালয়ে ডিডিএলজি এর পদটি শূন্য থাকায় সেখানে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল-কে ডিডিএলজি এর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, কক্সবাজার জেলা পরিষদের এর আগের প্রধান নির্বাহী কর্মকর্তা হিল্লোল বিশ্বাস বদলী হয়ে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোপলিটন অঞ্চলের পরিচালক হিসাবে যোগ দিয়েছেন।