শাহেদ হোছাইন মুবিন:
জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের অভিযাত্রিক। সোমবার গোলদীঘির পাড়ে কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটির সহযোগিতায় দিনব্যাপী এই ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি চলে।
শোকের মাসে এমন উদ্যোগ কে প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন স্থানীয় কাউন্সিলর জাহেদা আকতার। বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করতে সহযোগিতা করেন সংগঠনের স্বেচ্ছাসেবকরা। একই সঙ্গে রক্তদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টিতেও তারা কাজ করছেন বলে জানান। ৫ শতাধিক মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের লক্ষ্যে কর্মসূচি শুরু করেছে সংগঠনটি।