আবুল কাসেম সাগর:
রামু সরকারী কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৭তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সুর্যোদয়ের জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, খতমে কোরআন, জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা, সমাবেত কন্ঠে জাতির পিতাকে নিবেদিত গান পরিববেশন করা হয়। দিবসটি উপলক্ষ্যে শিক্ষক মোঃ আবু তাহের এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার -৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল। তিনি বলেন, বঙ্গবন্ধু কে হত্যা করে আদর্শকে নিঃশেষ করা যায় নি, জাতির পিতার আদর্শ বুকে নিয়ে দেশকে আজ বিশ্বে মাথা উচু করে দাড় করিয়েছে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শোককে শক্তিতে রুপান্তরের অনন্য উৎস ১৫ আগষ্ট।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কলেজের নবাগত অধ্যক্ষ মুজিবুল আলম।
বিশেষ অতিথি ছিলেন রামু থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হোসাইন।
বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক আক্তার জাহান কাকলী, আ.ম.ম জহির, সুপ্রতীম বড়ুয়া, ইসরাত জাহান। অনুষ্ঠানে কলেজের শিক্ষক- কর্মচারী, ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন।
মাউসির নির্দেশনায় ছাত্র-ছাত্রীদের উদ্যোগে শেখ রাসেল নামে একটি দেয়ালিকার উদ্বোধন করেন সাইমুম সরওয়ার কমল এমপি।