ইরফান উদ্দীন :
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী কক্সবাজার জেলা ইজতেমা।
শনিবার সকালে আখেরি মোনাজাতে অংশ নেন লাখো ধর্মপ্রাণ মুসল্লি। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল তাবলীগ জামাতের মুরুব্বি মাওলানা
সৈয়দ ওয়াসিফুল ইসলাম।
মোনাজাতে অতীতের সব ভুলের জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি বাংলাদেশসহ বিশ্ব মুসলিম জাহানের শান্তি কামনা করে দোয়া করা হয়।
নিয়মিত ইজতেমা আয়োজনের তাগিদ ইজতেমায় আসা মুসল্লীদের।
বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শহরের লিংকরোড আলবয়ানের পার্শ্ববর্তী মাঠে এই ইজতেমা শুরু হয়।