ইরফান উদ্দিন:
” একাত্তুরের বাঙ্গালির স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানীরা এদেশ কে ধ্বংসস্তুপে পরিণত করেছিলো। সেই ধ্বংসস্তুপ সরিয়ে যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল ক্রীড়া ক্ষেত্রে নানান উদ্যোগ নিয়েছিলেন তারমধ্যে অ্যাথলেটিকস প্রতিযোগিতার আয়োজনও ছিলো অন্যতম।
শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগীতার উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।
বৃহস্পতিবার সকালে কক্সবাজার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় কক্সবাজার সরকারি কলেজ মাঠে এই প্রতিযোগীতার আয়োজন করা হয়।
অনুষ্টানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ জাকারিয়া।
এসময় তিনি বলেন, এই আয়োজন জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছে,মোট ৩২টি ইভেন্টে বয়স ভিত্তিক খেলা অনুষ্ঠিত হবে। উপজেলা ইভেন্টে বিজয়ীদের জেলা পর্যায় প্রতিযোগিতা হবে এবং পর্যায়ক্রমে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ রয়েছে।
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন,
এমন আয়োজন যেন বারবার হয়, এতে ইন্টারনেট আসক্তি বা মাদকাসক্তির মতো ক্ষতিকর দিক গুলো ফেলে উদ্যোমী তারুন্য বিনির্মিত হবে।
পরে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।