আসিফুজ্জামান সাজিন :
কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশন( ডিএফএ) এর আয়োজনে শুরু হয়েছে বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগ
শুক্রবার বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই মাসব্যাপী এ লীগের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জেলা প্রশাসক মামুনুর রশীদ এবং উদ্ভোধক মেয়র মুজিবুর রহমান আরও উপস্থিত আছেন জেলা ক্রীডা সংস্থার সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি ফজলুল করিম সাঈদী, আয়োজক কর্মকর্তা এবং প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির। স্পন্সর বসুন্ধরা কিংস এর প্রতিনিধি উপস্থিত আছেন।
উদ্বোধনী ম্যাচে খেলছেন রামু যুব একাদশ বনাম চকরিয়া ফুটবল একাডেমি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাইলজ অনুযায়ী লীগের ৬০ টি ম্যাচে জেলার ১৮টি ক্লাব ৩টি গ্রুপে অংশ নিচ্ছে।
বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগ ২০২২-২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির এবং লীগের উদ্ভোদন করেন মেয়র মুজিবুর রহমান।
তিনি তাঁর উদ্ভোধনী বক্তব্যে কক্সবাজারের ক্রীড়ায় কক্সবাজার জেলা ক্রীড়া এসোসিয়েশনের অবদান তুলে ধরেন পাশাপাশি কক্সবাজার জেলা ফুটবল লীগ শেষ হওয়ার সাথে সাথেই তাঁর উদ্যোগে আরেকটি মেয়র ফুটবল লীগ আরম্ভ করার ঘোষণা দেন। কক্সবাজার ফুটবলকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে তাঁর সর্বোচ্চ সহযোগিতার আশ্বাসও দেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশীদ। তিনি কক্সবাজারের অর্জন এবং সম্ভাবনা নিয়ে তাঁর পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি সকল দলের জন্য শুভেচ্ছা জানান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ রামু যুব একাদশ বনাম চকরিয়া ফুটবল একাডেমি উভয়ই শূন্য গোলে হাফ টাইম সমাপ্ত করেন।