নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল বলেছেন, সাংবদিকদের সহায়তার পাশাপাশি সাংবাদিকদের মেধাবী সন্তানদের লেখাপড়ার জন্যে বৃত্তি প্রদান করা হবে।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্যদের সাথে মত বিনিময় কালে তিনি এ কথা বলেন।
শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী। এসময় অন্যান্যের মধ্যে সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমেদ, বিএফইউজে সদস্য আব্দুল কুদ্দুস রানা, সিবিইউজে সাধারন সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, দীপক শর্মা দীপু, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়শনের সাধারন সম্পাদক আহসান সুমন বক্তব্য রাখেন।
সুভাষ চন্দ বাদল বলেন, যে মতেরই হোক না কেনো প্রকৃত সাংবাদিকেরা কল্যাণ ট্রাস্টের সহায়তা পাবে।