বুধবার, মার্চ ২২, ২০২৩

বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে

শুটিংয়ে সত্যি সত্যি চড় খেলেন ফারিয়া

টিটিএন ডেস্ক:

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন। ব্যাচেলর পয়েন্টে অভিনয় করে পরিচিতি পেয়েছেন সর্বমহলে। এর জন্য অবশ্য ত্যাগ স্বীকারও করতে হয়েছে এই নায়িকাকে। দর্শকপ্রিয় ধারাবাহিকটির সিজন-৪ এর ৯৯তম এপিসোডে চরিত্রের প্রয়োজনে ফারিয়াকে একাধিকবার সজোরে চড় মারেন অভিনেতা মিশু সাব্বির। ফেসবুকে সেই চড় খাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করে একটি স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী।

ব্যাচেলর পয়েন্টে ফারিয়ার চরিত্রের নাম ‘অন্তরা’ আর মিশু সাব্বির অভিনয় করছেন ‘শুভ’র ভূমিকায়। নাটকটিতে শুভ-অন্তরার রসায়ন দারুণভাবে গ্রহণ করেছেন দর্শক। দিন তিনেক আগে ৯৯তম এপিসোড প্রকাশিত হওয়ার পর অন্তরাকে চড় মারার দৃশ্য নিয়ে আলোচনায় মাতেন তারা।

ফেসবুক পোস্টে ফারিয়া শাহরিন বলেন, ‘অনেকেই প্রশ্ন করছেন, মিশু ভাই আমাকে যে চড়গুলো মেরেছেন, সেগুলো সত্যি কিনা। অবশ্যই সত্যি। এমনকি এই চড়ের সাউন্ডও এডিট করা হয়নি। প্রথম চড়ের পর চোখে অন্ধকার দেখেছিলাম। দ্বিতীয় চড়ের পর মনে হয়েছে, ঘাড় আর কখনো নাড়াতে পারব না। হাতেও অনেক ব্যথা পেয়েছিলাম। ওই ব্যথা অনেকদিন ছিল। পরিচালক অমি ভাইও এমন কিছু একটা চাইছিলেন। দৃশ্য ধারণের সময়ই তিনি বলেছিলেন, চড়ের অংশটা ভাইরাল হবে।’
দর্শকের উদ্দেশে ফারিয়া বলেন, ‘দৃশ্য ধারণের পর এত জোরে চড় মারার কারণে আমি শুভ ভাইয়ের সঙ্গে ঝগড়াও করেছিলাম। তবে এখন আপনাদের ফিডব্যাক দেখে সব ব্যথা ভুলে গেছি। সবকিছুর জন্য বিশেষ ধন্যবাদ জানাচ্ছি পরিচালক অমি ভাইকে।’

ফারিয়া শাহরিনের এই ফেসবুক পোস্টে দর্শক কমেন্টে ভরিয়ে তুলেছেন। একজন লিখেছেন, ‘চড় থেকে যদি দারুণ কিছু হয়, তাহলে চড়ই ভালো’। আরেকজনের কমেন্ট— ‘এমন চড় মারার এপিসোড বারবার দেখতে চাই’। ফারিয়াকে উদ্দেশ করে এক দর্শকের কমেন্ট— ‘আপু, ক্যারেক্টার অনুযায়ী চড়টা আপনার প্রাপ্য ছিল!’ আরেকজন লিখেছেন, ‘ফোনের লকটা খুলে দিলে কী হতো?’

সর্বশেষ খবর

রমজানে ছুটি মাধ্যমিক স্কুল-কলেজ, প্রাথমিকে ক্লাস ১৫ দিন

টিটিএন ডেস্ক: এবারও পুরো রমজান মাসজুড়েই মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ছুটি থাকবে। তবে রমজানের অর্ধেকটা জুড়ে চলবে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩ বা...

বিমানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান

  সংবাদ বিজ্ঞপ্তি: জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মঙ্গলবার (২১ মার্চ) বিকালে বিমানের প্রধান...

বাংলাদেশ ক্রমবর্ধমান জনসংখ্যার পানি চাহিদা পূরণ করে যাচ্ছে

টিটিএন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০ অর্জনের অগ্রযাত্রায় বাংলাদেশ পানি ব্যবস্থাপনা, স্যানিটেশন, কৃষিকাজ, শিল্পখাত বিবেচনায় রেখে ক্রমবর্ধমান জনসংখ্যার পানি চাহিদা পূরণ করে...

জাতিসংঘে আজ থেকে তিন দিনব্যাপী পানি সম্মেলন

টিটিএন ডেস্ক: আজ বুধবার (২২ মার্চ), যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের প্রধান কার্যালয়ে উদ্বোধন হচ্ছে ‘২০২৩ ওয়াটার কনফারেন্স’। স্থানীয় সময় সকাল ৯টায় জাতিসংঘের প্রধান কার্যালয়ে উদ্বোধন...