রবিবার, এপ্রিল ২, ২০২৩

বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে

শীর্ষ জলদস্যু মোশারফ বাহিনীর প্রধান আগ্নেয়াস্ত্রসহ আটক

শাহেদ হোছাইন মুবিন :

কুতুবদিয়ার বড়খোপ এলাকায় অভিযান চালিয়ে ০৮টি আগ্নেয়াস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধারসহ শীর্ষ জলদস্যু মোশারফ বাহিনীর প্রধান মোশারফ হোসেন ও তার দুই সহযোগীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৭ সদস্যরা।

বুধবার (১ ফেব্রুয়ারি ২০২৩) কুতুবদিয়া বড়খোপ এলাকার মুক্তমঞ্চ সংলগ্ন ঝাউ গাছের নিচ থেকে তাদের আটক করা হয়।

আটককৃত আসামিরা হলেন, শীর্ষ জলদস্যু মোশারফ বাহিনীর প্রধান কুতুবদিয়া শিকদার পাড়া এলাকার শাহাবুদ্দিন এর ছেলে মোশারফ হোসেন(২৮), কুতুবদিয়া সন্দীপ পাড়া এলাকার নুরুল আবছার এর ছেলে মোঃ আজিজ(২৩), কুতুবদিয়া শিকদার পাড়া এলাকার মোঃ জাবেদ আহম্মেদ এর ছেলে মোঃ রবিউল হাসান(২০)।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি ২০২৩) বিকেলে চট্টগ্রাম র‍্যাব – ৭ এর সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া) নুরুল আবছার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে জানান, কুতুবদিয়ার বড়খোপ মুক্তমঞ্চ এলাকায় অস্ত্রসহ কয়েকজন জলদস্যু একত্রিত হওয়ার খবরে অভিযানে নামে র‍্যাব। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে তিন জলদস্যুকে আটক করা হয়। এ সময় মোশারফের কোমড় থেকে একটি অস্ত্র জব্দ করা হয়। এরপর অভিযুক্তদের দেওয়া তথ্যে শিকদার পাড়া এলাকার একটি ছাপড়া ঘরের ভেতর থেকে আরও সাতটি আগ্নেয়াস্ত্র এবং ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

নুরুল আবছার আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা এলাকায় প্রভাব বিস্তার করে নিয়মিত চাঁদা নিয়ে আসছে।

আটককৃত আসামী এবং উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

সর্বশেষ খবর

কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৩ সদস্য কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

আয়াছুল আলম সিফাত : কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১ এপ্রিল) ভোরে কক্সবাজার পৌরসভার ৮ নং...

টেকনাফে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

মোহাম্মদ শাহীন,টেকনাফ : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে টেকনাফ পৌরসভায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মৎস্যজীবী সমিতি হলরুমে অনুষ্ঠিত সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোনের পরিদর্শক...

সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক সংসদ কক্সবাজারের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় হোটেল মিশুকের হল রুমে সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ...

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১, গুলিবিদ্ধ এক শিশু

  শামীমুল ইসলাম ফয়সাল, উখিয়া: উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে এক বৃদ্ধা নিহত হয়েছেন, এ ঘটনায় ১২ বছরের এক শিশুও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। নিহত বৃদ্ধা ক্যাম্প-৮...